বিশ্বকাপ ফুটবল শুরুর আগে জেনে নিন কিছু চমকে দেয়া তথ্য
আর মাত্র কয়েকটা দিন পরেই শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের আসর। লিয়োনেল মেসি থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, হ্যারি কেন থেকে মহম্মদ সালাহ- তারকাদের জমজমাট মেলা বসতে চলেছে রাশিয়ায়। এবার জেনে নিন ফুটবল বিশ্বকাপের চমকে দেয়া কিছু তথ্য।
-
ওয়েলস, জামাইকা, কিউবা, কুয়েত, ইরাক, ইন্দোনেশিয়া, হাইতি এবং কানাডা- এই দেশগুলি মাত্র এক বারই বিশ্বকাপে অংশ নিয়েছে।
-
এই প্রথম ইউরোপ এবং এশিয়া এই দু’টি উপমহাদেশ ঘিরে বিশ্বকাপ হচ্ছে। এবং এবারই প্রতিটি দেশ অতিরিক্ত সময়ে চতুর্থ পরিবর্তে খেলোয়াড় নামাতে পারবে।
-
বিশ্বকাপে এক ম্যাচে সবচেয়ে বেশি গোলের রেকর্ড রয়েছে রাশিয়ার ওলেগ সালেঙ্কোর। ১৯৯৪ সালে ক্যামেরুনের বিরুদ্ধে ৫ গোল করেছিলেন তিনি।
-
বিশ্বকাপে বর্তমান খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি গোলের রেকর্ড রয়েছে জার্মানির টমাস মুলারের।
-
উয়েফার একমাত্র দল হিসাবে সবক’টি কোয়ালিফায়ার জিতে রাশিয়া এসেছে জার্মানি।
-
সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ জিতেছেন ইতালির গোলরক্ষক দিনো জফ। ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপ জয়ের সময় জফের বয়স ছিল ৪০।
-
আইসল্যান্ডের প্রায় ৬৬ হাজার ফুটবল ফ্যান বিশ্বকাপের টিকিটের জন্য আবেদন করেছেন। সংখ্যাটা ওই দেশের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ।
-
২০১৪ বিশ্বকাপ দেখেছিলেন প্রায় ৩২০ কোটি মানুষ। যা পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় অর্ধেক।
-
এবারের বিশ্বকাপে জয়ী দেশ পাবে ৩৮ মিলিয়ন ডলার (প্রায় ২৫৬ কোটি টাকা)। রানার আপ টিম পাবে ২৮ মিলিয়ন ডলার (মুদ্রায় প্রায় ১৮৯ কোটি টাকা)।
-
২০১৮ বিশ্বকাপের জন্য মোট ৩৬ জন রেফারি এবং ৬৩ জন অ্যাসিস্ট্যান্ট রেফারি নিয়োগ করেছেন ফিফা কর্তৃপক্ষ।
-
বিশ্বকাপের ইতিহাসে কোয়ালিফাইং রাউন্ডে সবচেয়ে বেশি বয়সের গোলদাতা হলেন বলিভিয়ার পাবলো এসকোবার।