বিশ্বকাপে জার্মানির প্রাথমিক দলে যারা রয়েছেন
আর কিছুদিন পরেই শুরু হচ্ছে বিশ্বকাপ। তবে তার আগে দেখে নিন জার্মানির প্রাথমিক দলে এবার কারা জায়গা করে নিলেন।
-
জার্মান দলের দায়িত্বে এবারও রয়েছেন জোয়াকিম লো। গত বছর তারই হাত ধরে রাশিয়া থেকে কনফেডারেশন কাপ নিয়ে এসেছে জাতীয় দল। বিশ্বকাপ চ্যাম্পিয়নরা কি আবার চার বছর আগের জাদু দেখাতে পারবে।
-
‘বিশ্বকাপের ধকল সইতে পারব’, চোট সারিয়ে জার্মান দলে ফিরেই জানিয়েছেন নয়্যার (মাঝে)। তার সঙ্গে গোলকিপার হিসাবে রয়েছেন মার্ক আন্দ্রে টার স্টেগান ও কেভিন ট্রাপ।
-
বিশ্বকাপের চূড়ান্ত একাদশে থাকার সম্ভাবনা প্রবল বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার জেরোম বোয়াটেং (বাঁ দিকে)-এর। সঙ্গে থাকতে পারেন মাথিয়াস জিন্টার (ডান দিকে) ও নিকলাস জুলা।
-
রক্ষণ : জার্মানির রক্ষণ ভাগ সামলাতে (বাঁ দিক থেকে) ইয়োনাস হেক্টরের সঙ্গে থাকছেন জোসুয়া খিমিচ, মার্ভিন প্লাটেনহার্ট, জেরোম বোয়াটেং। অস্ট্রিয়ার কাছে প্রস্তুতি ম্যাচে হারের পর দলের সমালোচনায় মুখ খুলেছেন বোয়াটেং। তার মতে, জার্মানির সব কিছুই খুব নেগেটিভ ছিল।
-
রক্ষণের মতো বেশ জমাট জার্মানদের মাঝমাঠ। (বাঁ-দিক থেকে) সেবাস্টিয়ান রুদি, ইলখাই গুন্ডোয়ান, লিয়ন গোরেৎজকা, জুলিয়ান ডাক্সলারের মতো নির্ভরযোগ্য ফুটবলার।
-
জুলিয়ান ভান্ট, টোনি খোস বা স্যামি খেদিরার (বাঁ দিক থেকে) মতো তারকা রয়েছেন দলে।
-
মেসুট ওজিলের মতো বিশ্বমানের মিডফিল্ডার নিয়ে এই জাতীয় দল বেশ শক্তিশালী।
-
মারিয়ো গোমেজ, মার্কো রয়েস, টমাস মুলার, টিমো ওয়ার্নার- স্ট্রাইকার হিসেবে এই চার জনের নাম করেছে জার্মান ফুটবল কর্তৃপক্ষ।