বিশ্বকাপের আগে ইনজুরিতে যে ফুটবল তারকারা
ইনজুরির কারণে হয়তো এই তারকা ফুটবলারদের বিশ্বকাপের মাঠে নাও দেখা যেতে পারে! বিশ্বকাপের আগে যে ফুটবল তারকারা ইনজুরিতে পড়েছেন তাদের নিয়ে এবারের আয়োজন।
-
ব্রাজিলের নেইমার পায়ে চোট পেয়ে এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। বিশ্বকাপে নেইমারকে নিয়ে পুরোপুরি নিশ্চিত নন ব্রাজিল কোচ তিতে।
-
জেরাম বোয়েটার-জার্মানীর এই ফুটবল তারকা রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে খেলতে গিয়ে উরুতে আঘাত পেয়েছেন। এখন তার চিন্তা বিশ্বকাপের আসরে খেলতে পারবে তো!
-
মিশরের মোহামেদ এলনি, তিনিও ইনজুরিতে পরেছেন। এবারের বিশ্বকাপে খেলতে পারবে কী না সন্দেহ রয়েছে।
-
আর্জেন্টিনার সার্জিও আগুয়েরো হাঁটুর ইনজুরিতে ভুগছেন। তবে আশা করছেন তিনি বিশ্বকাপে অংশ নিতে পারবেন।
-
আলেক্স ওক্সলাডে চেম্বারলিন- ইংল্যান্ডের এই ফুটবরারও হাঁটুর ইনজুরিতে রয়েছেন।
-
ম্যনুয়েল নুয়্যারের সমস্যা একটু বেশিই। গত ১২ মাসে তিনবার পায়ের পাতার হাড় ভেঙেছেন জার্মান গোলকিপার। বছরের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে মাঠের বাইরে, রিকভারিতে। তবে আশাবাদ ব্যক্ত করে নুয়্যার বলেন, ‘ধীরে ধীরে সুস্থ হচ্ছি। এখনো তো অনেকটা সময় বাকি।’
-
ইংল্যান্ডের জন স্টোনসও সম্প্রতি ইনজুরিতে পড়েছেন। তার বিশ্বকাপ খেলাও অনিশ্চয়তার মুখে পড়েছে।
-
ইনজুরির কারণে আর্জেন্টিনার লুকাস বিগলিয়ারও বিশ্বকাপের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।