রাশিয়ার যে ১২ স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবল আসর বসবে
ক্রিড়াপ্রেমীদের দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ ফুটবল-২০১৮-এর জমকালো আসর। এবার অ্যালবামের মাধ্যমে দেখে নিন যে ১২টি স্টেডিয়ামে বিশ্বকাপের আসর বসবে।
-
লুজনিকি স্টেডিয়াম : এটি ১৯৫৬ সালে ফুটবল খেলার জন্য খুলে দেয়া হয়। স্টেডিয়ামটিতে ৮০ হাজার দর্শক বসতে পারে। রাশিয়ার রাজধানী মস্কোতে অবস্থিত। ৭টি ম্যাচ এই স্টেডিয়ামটিতে অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে ফাইনাল খেলার আসরও এ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
-
সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়াম : ৭টি ম্যাচ এই স্টেডিয়ামটিতে অনুষ্ঠিত হবে। এটি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে অবস্থিত। ৬৭ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামটি ২০১৭ সালে খেলার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
-
ফার্স্ট অলিম্পিক স্টেডিয়াম : এটি রাশিয়ার সোচিতে অবস্থিত। ৪৮ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এ স্টেডিয়ামটি ২০১৩ সালে খুলে দেয়া হয়। কোয়টার ফাইনালসহ এখানে ৬টি খেলা অনুষ্ঠিত হবে।
-
একাটেরিনবার্গ এরেনা : এটি রাশিয়ার একাটেরিনবার্গে অবস্থিত। এটি এখনও নির্মাণাধীন হলেও ২০১৭ সালে খেলার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। স্টেডিয়ামটিতে ৪৫ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারেন।
-
কাজান এরেনা : এই স্টেডিয়ামটি রাশিয়ার কাজানে অবস্থিত। এটিতে বসে ৪৫ হাজার দর্শক একসঙ্গে খেলা দেখতে পারে। ২০১৩ সালে এটি ফুটবল খেলার জন্য খুলে দেয়া হয়। কোয়টার ফাইনালসহ এখানে ৬টি খেলা অনুষ্ঠিত হবে।
-
নিজনি নভোগ্রাদ স্টেডিয়াম : এই স্টেডিয়ামেও ৪৫ হাজার দর্শক খেলা দেখতে পারে। ২০১৭ সালে এটি খেলার জন্য খুলে দেয়া হয়। স্টেডিয়ামটি এখনও নির্মাণাধীন। কোয়টার ফাইনালসহ এখানে ৬টি খেলা অনুষ্ঠিত হবে।
-
রোস্তভ এরিনা : এটি রাশিয়ার রোস্তভ-অন-ডনে অবস্থিত। নির্ধানাধীন এই স্টেডিয়ামটিতে ৪৫ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারে। ২০১৭ এটি উন্মুক্ত করে দেয়া হয়। এবারের বিশ্বকাপের ৫টি আসর এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
-
সামারা এরেনা : স্টেডিয়ামটি রাশিয়ার সামারাতে অবস্থিত। নির্মাণাধীন এই স্টেডিয়ামটিতে দর্শকদের জন্য ৪৫ হাজার আসন রয়েছে। ২০১৭ সালে এটি খেলার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। কোয়াটার ফাইনালসহ এখানে ৬টি খেলা অনুষ্ঠিত হবে।
-
মর্দোভিয়া এরেনা : এটির অবস্থান রাশিয়ার সারানাস্কে। নির্মাণাধীন এই স্টেডিয়ামটি ২০১৭ সালে খেলার জন্য খুলে দেয়া হয়। এটিতে ৪৫ হাজার আসন রয়েছে। এখানে ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
-
ভলগোগ্রাদ এরেনা : এটি রাশিয়ার ভোলগোগার্ডে অবস্থিত। ৪৫ হাজার আসন বিশিষ্ট এই স্টেডিয়ামটি এখনও নির্মাণাধীন। এখানে ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
-
স্পার্টাক স্টেডিয়াম : রাশিয়ার রাজধানী মস্কোতে এটি অবস্থিত। ৪২ হাজার দর্শক এই স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারে। ২০১৪ সালে এটি খেলার জন্য খুলে দেয়া হয়। এ স্টেডিয়ামে ৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
-
কালিনিনগ্রাদ স্টেডিয়াম : এ স্টেডিয়ামে ৩৫ হাজার ২১২ জন দর্শক খেলা দেখতে পারে। নির্মাণাধীন এই স্টেডিয়ামটি ২০১৭ সালে খুলে দেয়া হয়। এটিতে বিশ্বকাপের ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।