নেইমারের আগে রেকর্ড দামে বিক্রি হওয়া ৫ তারকা
বিশ্বনন্দিত ফুটবল তারকা নেইমার বার্সেলোনা ছেড়ে প্যাারিস সেন্ট জার্মেইতে যোগ দিচ্ছেন। তাকে দেয়া হচ্ছে ২২ কোটি ২০ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা ২ হাজার ১০৬ কোটি টাকা! এর আগেও বিপুল অর্থে ফুটবলের আরও ৫ তারকা বিক্রি হয়েছে। তাদের ছবি থাকছে এবারের অ্যালবামে।
-
পল পোগবা : ২০১৬ সালে ১০ কোটি ৫০ লক্ষ টাকার বিনিময় তিন বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরেন ফরাসি জাতীয় দলের তারকা মিডফিল্ডার পল পোগবা।
-
গ্যারেথ বেল : টোটেনহ্যামের সঙ্গে ৬ বছরের সম্পর্ক ছিন্ন করে ২০১৩ সালে ১০ কোটি ১০ লক্ষ টাকার বিনিময়ে রিয়াল মাদ্রিদে সই করেন বেল।
-
ক্রিস্টিয়ানো রোনাল্ডো : ২০০৯ সালে তৎকালীন রেকর্ড ৯ কোটি ৪০ লক্ষ টাকায় ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে সান্তিয়াগো বার্নাবৌতে পাকাপাকি ভাবে পা রেখেছিলেন রোনাল্ডো।
-
গঞ্জালো হিগুয়েন : ২০১৩ সালে ৯ কোটি টাকার বিনিময় রিয়াল মাদ্রিদ ছেড়ে নাপোলিতে যোগ দেন আর্জেন্টাইন এই সুপারস্টার।
-
রোমেলু লুকাকু : চলতি মরসুমে ৮ কোটি ৪০ লক্ষ টাকার বিনিময়ে এভার্টন ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে সই করেন এই বেলজিয়ান ফুটবলার।