ফুটবলের বিশ্বসেরা ৫ স্টেডিয়াম
ফুটবলের বিশ্বসেরা ৫ স্টেডিয়াম নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
ওয়েম্বলি : স্টেডিয়ামটি ইংল্যান্ডের রাজধানী লন্ডনের ওয়েম্বলিতে অবস্থিত। এর আসন সংখ্যা ৯০ হাজার। যা ইউরোপের স্টেডিয়ামগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম এবং সব আসন ঢেকে রাখা পৃথিবীর সর্ববৃহৎ স্টেডিয়াম।
-
আলিয়াঞ্জ অ্যারিনা : দ্য আলিয়াঞ্জ অ্যারিনা হচ্ছে জার্মানির তৃতীয় বৃহত্তম স্টেডিয়াম। এর আসন সংখ্যা ৯০ হাজার। বিশেষ করে রাতে স্টেডিয়ামটি দেখতে আশ্চর্যজনক মনে হয়। কেননা স্টেডিয়ামটির আলোক ঝলকানি যেকোন মানুষকে মুগ্ধ করে।
-
ওল্ড ট্রাফোর্ড : ওল্ড ট্রাফোর্ড ফুটবল স্টেডিয়াম ড্রিমস থিয়েটার নামেও পরিচিত। এটি বিখ্যাত ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের মাঠ। তরুণ ফুটবলাররা এই মাঠে ফুটবল খেলার স্বপ্ন দেখে।
-
ক্যাম্প ন্যু : ক্যাম্প ন্যু স্টেডিয়াম স্পেনের বার্সেলোনা শহরে অবস্থিত। এটি ১৯৫৭ সাল থেকে ফুটবল ক্লাব বার্সেলোনার ঘরের মাঠ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এর দর্শক ধারণ ক্ষমতা ৯৯ হাজার ৩৫৪। তাছাড়া এটি ইউরোপের বৃহত্তম এবং বিশ্বের ত্রয়োদশ বৃহত্তম স্টেডিয়াম।
-
আজটেকা স্টেডিয়াম : মেক্সিকোর আজটেকা স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ১ লক্ষ। এছাড়া দুটি বিশ্বকাপ ফাইনাল সফলভাবে আায়োজন করার জন্যও এই স্টেডিয়াম বিখ্যাত।