চ্যাম্পিয়নদের আনতে প্রস্তুত ছাদখোলা বাস
২০২২ সালের মতো এবারও দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন মেয়েদের ছাদখোলা বাসে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মতিঝিল বাফুফে ভবনে আনা হবে। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে ছাদখোলা বাসও। ছবি: ফেসবুক থেকে
-
নেপালের কাঠমান্ডু থেকে দেশের পথে রওয়ানা হয়েছেন চ্যাম্পিয়ন সাবিনারা। দুপুর সোয়া ২টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে তারা।
-
এবারও মেয়েদের জন্য প্রস্তুত করা হয়েছে দৃষ্টিনন্দন বিআরটিসির একটি ছাদখোলা বাস। সাবিনাদের বিমান বন্দরে সাদরে গ্রহণ করবেন বাফুফের কর্মকর্তা। এরপর ছাদখোলা বাসে বাফুফে ভবনে আসবেন চ্যাম্পিয়নরা।
-
বিকেল ৫টায় বাফুফে ভবনে আসবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেখানে দক্ষিণ এশিয়ার রানিদের সংবর্ধনা জানাবেন তিনি।
-
প্রসঙ্গত, বুধবার কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে বাংলাদেশ নারী ফুটবল দল।