আজকের দিনটা শুধুই ফুটবলারদের
৫ ফেব্রুয়ারি ফুটবলের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ আজকের এই দিনেই জন্ম নিয়েছিলেন বিশ্বের সেরা কিছু ফুটবলার। যারা তাদের পায়ের জাদুতে মুগ্ধ করে রেখেছে বিশ্ববাসীকে।
-
১৯৮৫ সালের আজকের এই দিনে জন্মেছিলেন এ সময়ের অন্যতম সেরা খেলোয়াড়, পর্তুগিজ রাজপুত্র ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত
-
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্মের ঠিক সাত বছর অর্থাৎ ১৯৯২ সালে জন্ম নিয়েছিলেন আধুনিক ব্রাজিল ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন নেইমার জুনিয়র। ছবি: সংগৃহীত
-
রোমানিয়ার ফুটবলের সবচেয়ে বড় তারকা মানা হয় ‘কার্পেথিয়ান ম্যারাডোনা’ নামে খ্যাত গিওর্গে হ্যাজিকে। ১৯৬৫ সালের এই দিনে তার জন্ম। নব্বইয়ের দশকের অন্যতম সফল এই মিডফিল্ডার সেই গুটিকয়েক ফুটবলারের মধ্যে একজন, যিনি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা ক্লাবেই খেলেছেন। ছবি: সংগৃহীত
-
১৯৩২ সালের ৫ ফেব্রুয়ারিতে জন্ম ইতালির কিংবদন্তি ফুটবলার সিজার মালদিনির। ছেলে পাওলো মালদিনিকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা রক্ষণ সেনা হিসেবে মানা হলেও, বাবা সিজারও কিন্তু কম ছিলেন না। পাওলো ডিফেন্ডার হওয়ার অনুপ্রেরণা কিন্তু পেয়েছিলেন বাবার কাছ থেকেই। খেলোয়াড় হিসেবে এসি মিলানকে চারবার লিগ আর একবার ইউরোপ-সেরা বানানো সিজারে ম্যানেজার হিসেবেও ছিলেন সফল। ছবি: সংগৃহীত
-
১৯৮৬ সালে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের কুখ্যাত এলাকা ফোর্ট অ্যাপাচি’র রাস্তার পাশে এক বস্তিতে জন্ম কার্লোস তেভেজের। অল্প বয়স থেকেই শুরু হয় তার জীবন যুদ্ধ। আধুনিক যুগে আর্জেন্টাইন ফুটবলের অন্যতম বড় তারকা তিনি। ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, বোকা জুনিয়র্সের হয়ে তেভেজ নিজের জাত চিনিয়েছেন বছরের পর বছর। আর্জেন্টিনায় মেসির থেকেও তার জনপ্রিয়তা বেশি। ছবি: সংগৃহীত
-
১৯৭৫ সালে জন্মেছিলেন জিওভান্নি ফন ব্রঙ্কহর্স্ট। ২০০৬ সালে বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগ জয়ের পেছনে এই ডাচ ফুটবলারের অনেক অবদান ছিল। খেলোয়াড়ি জীবনে বার্সেলোনা, আর্সেনাল, রেঞ্জার্সের হয়ে শিরোপা বিধৌত কিছু মৌসুম কাটানোর পর ম্যানেজার হিসেবে ফেইনুর্দকেও জিতিয়েছেন লিগ শিরোপা। ছবি: সংগৃহীত
-
ভেদরান চরলুকা ক্রোয়েশিয়ার ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার। রোনালদোর জন্মের এক বছর পর জন্মেছিলেন এই তারকা। প্রিমিয়ার লিগের দর্শকরা তাকে মনে রেখেছেন ম্যানচেস্টার সিটি আর টটেনহামের হয়ে খেলা ম্যাচগুলোর জন্য। ছবি: সংগৃহীত
-
আর্জেন্টিনার স্ট্রাইকার রদ্রিগো প্যালাসিওকে সবাই মনে রেখেছে ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জঘন্য খেলার জন্য। তবে ইতালিয়ান লিগে বেশ সফল ছিলেন তিনি। বোকা জুনিয়র্সের ইতিহাসেরও অন্যতম সেরা স্ট্রাইকার মানা হয় তাকে। ছবি: সংগৃহীত
-
১৯৯৫ সালে কসোভোতে জন্ম নেন ফুটবলার আদনান ইয়ানুজাই। ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্তরা এক সময় ভাবতেন এই ইয়ানুজাই-ই হয়তো রোনালদোর অভাব পূরণ করতে পারবেন। ছবি: সংগৃহীত
-
১৯৪৮ সালের ৫ ফেব্রুয়ারি কোচিংয়ে খ্যাতি পাওয়া সাবেক সুইডিশ রাইটব্যাক সোয়েন-গোরান এরিকসনের জন্ম। এরিকসন ক্লাব ও জাতীয় দলের দায়িত্ব নিয়ে ‘সুইডিশ আইসম্যান’ খেতাব পান। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত ইংল্যান্ড জাতীয় দলের কোচ এবং সুইডেন, পর্তুগাল ও ইতালিতে ক্লাবের দায়িত্ব পালন করেছিলেন তিনি। ছবি: সংগৃহীত
-
প্রথম অস্ট্রেলিয়ান তারকা হিসেবে ইংলিশ লিগ, স্প্যানিশ লিগ ও ইতালিয়ান লিগে গোল করেছিলেন জন আলোইসি। ১৯৭৬ সালের এই দিনে জন্ম তার। তার আদায় করা পেনাল্টিতে গোল করেই ১৯৭৪ সালের পর প্রথমবারের মতো ২০০৬ বিশ্বকাপ খেলতে যায় অস্ট্রেলিয়া। ছবি: সংগৃহীত