বিশ্বকাপে গোল্ডেন বুট পেতে পারেন যে তারকারা
শুরু হতে যাচ্ছে কাতার বিশ্বকাপ। বরাবরের মতো বিশ্বসেরা তারকারা খেলবেন এবারের আসরে। জেনে নিন এবারের বিশ্বকাপ আসরে যেসব ফুটবল তারকা গোল্ডেন বুট পেতে পারেন।
-
বেঞ্জেমা গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার সর্বোচ্চ গোলদাতা ছিলেন। এখনও ফর্মে রয়েছেন। চোটের আশঙ্কা নেই। আসন্ন বিশ্বকাপে গোল্ডেন বুট জিততেই পারেন তিনি। ছবি: সংগৃহীত
-
গত বিশ্বকাপেও নজর কেড়েছেন রোমেলু লুকাকু। মাঝ মাঠে হ্যাজার্ড, ব্রুইনের সমর্থন পেলে ভয়ংকর স্ট্রাইকার হয়ে ওঠেন। ধারাবাহিক গোল করার ক্ষমতা রয়েছে রোমেলু লুকাকুর। তিনিও তালিকায় আছেন। ছবি: সংগৃহীত
-
এটাই হয়তো লিওনেল মেসির শেষ সুযোগ বিশ্বকাপ জয়ের। ২০১৪ সালে রানার্স আপ হতে হয়েছিল। কোপা জিতেছেন। এবার প্রতিপক্ষকে গোলের মালা পরিয়ে বিশ্বজয়ের জন্য মরিয়া থাকবেন মেসি। ছবি: সংগৃহীত
-
নেইমার নিজের সেরা ফর্মে থাকলে গোল্ডেন বুট তিনিও পেতে পারেন। ছবি: সংগৃহীত
-
নেদারল্যান্ডসের এবারের বিশ্বকাপ স্বপ্ন অনেকটাই নির্ভরশীল মেম্ফিস ডিপের পারফরম্যান্সের ওপর। তিনিও হতে পারেন সর্বোচ্চ গোলদাতা। ছবি: সংগৃহীত
-
ইংল্যান্ডের হ্যারি কেনের কাছেও এই বিশ্বকাপ খুব গুরুত্বপূর্ণ। রাশিয়ায় সর্বোচ্চ গোলদাতা ছিলেন। তবে এবার নিজের পারফরম্যান্সের সঙ্গে সঙ্গে দলকেও বিশ্বকাপ জেতাতে চাইবেন। ছবি: সংগৃহীত
-
লুয়ার্তো মার্টিনেজ আর্জেন্টিাকে কাতার বিশ্বকাপে নামার আগে স্বপ্ন দেখাচ্ছেন। মেসির সঙ্গে জুটি বেঁধে ভয়ংকর হয়ে উঠতে পারেন। ছবি: সংগৃহীত
-
কিলিয়ান এমবাপ্পের গতবার বিশ্বকাপে ফ্রান্সের জয়ের পেছনে অনেক বড় ভূমিকা ছিল। এবারও তার পা যদি চলে, তবে প্রতিপক্ষের ঘুম উড়ে যেতে পারে। ছবি: সংগৃহীত
-
ক্রিশ্চিয়ানো রোনালদোর জীবনের শেষ বিশ্বকাপ খেলতে নামবেন। সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো নয়। কিন্তু বড় মঞ্চে বারবার জ্বলে উঠতে দেখা গিয়েছে তাকে আগেও। ছবি: সংগৃহীত
-
ভিনিসিয়াসের দারুণ একটা বিশ্বকাপ হতে চলেছে কাতার বিশ্বকাপ। রিয়ালে দুর্দান্ত ফর্মে রয়েছে। দেশের জার্সিতে নেইমারের সঙ্গে জুটি বেঁধে ভয়ংকর হয়ে উঠতে পারেন। ছবি: সংগৃহীত