বহুমুখী প্রতিভার ফুটবলার সানজিদা
দেশের নারী ফুটবলারদের মধ্যে অন্যতম আলোচিত একটি না সানজিদা আক্তার। তিনি শুধু ফুটবলেই নাম করেননি। তার রয়েছে আরও অনেক প্রতিভা। জেনে নিন সানজিদা সম্পর্কে।
-
দেশের ফুটবলের পোস্টারগার্ল হিসেবে খ্যাত সানজিদা আক্তার। ময়মনসিংহের কলসিন্দুরের এ তরুণী বহুমুখী প্রতিভার অধিকারী। ছবি: ফেসবুক
-
ফুটবল পায়ে দর্শকদের তো আনন্দ দেন-ই, বিজ্ঞাপনে মডেল হয়েও অনেক সুনাম অর্জন করেছেন সানজিদা। ছবি: ফেসবুক
-
সানজিদা ভালো গানও গাইতে পারেন। বিজ্ঞাপনে মডেল হওয়ার অনেক প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, ফিরিয়ে দিয়েছেন নাটকে অভিনয় করার প্রস্তাবও। সবই তিনি করেছেন লেখাপড়া ও খেলার স্বার্থে। ছবি: ফেসবুক
-
সানজিদা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ-র অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। লেখাপড়াতে ভীষণ ভালো তিনি। ছবি: ফেসবুক
-
পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো প্রিয় খেলোয়াড় সানজিদার। রোনালদোর মতে পরেন ৭ নম্বর জার্সি। সানজিদাকে অনেকে ডাকেন রোনালদো বলে। তিনি বাংলাদেশের নারী ফুটবলের এসএ সেভেন। ধারাভাষ্যকারও মাঝে মধ্যে সানজিদাকে এসএ সেভেন বলে পরিচয় করিয়ে দেন। ছবি: ফেসবুক
-
বিজ্ঞাপনে মডেল এবং নাটকে অভিনয়ের সুযোগ আছে। করেন না কেন? এমন প্রশ্নের জবাবে সানজিদা বলেন ‘কয়েকটি বিজ্ঞাপন করেছি। আরও প্রস্তাব ছিল। প্রস্তাব ছিল নাটকেও। কিন্তু আমি খেলা ও লেখাপড়ার বাইরে সময় দিতে চাই না। ওই দিকে মনোযোগ দিলে খেলার মনোযোগ কমবেই। তাই আমি খেলা ও পড়াশোনা নিয়ে থাকতে চাই’- জবাব সানজিদার। ছবি: ফেসবুক
-
ফুটবল নিয়ে ভালো লিখতেও পারেন সানজিদা। তিনি আজকের বাংলাদেশ-নেপালের মধ্যে অনুষ্ঠিতব্য ফাইনাল খেলা নিয়ে সুন্দর একটি স্ট্যাটাস দিয়েছেন। এ ম্যাচ নিয়ে তিনি লিখেছেন, ‘দ্বিতীয়য়বারের মতো সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ। প্রথমবার ফাইনাল খেলেছি ২০১৬ সালে।’ ছবি: ফেসবুক
-
সানজিদা আরও লিখলেছেন, ‘সেবার ভারতের বিপক্ষে আমরা হেরে যাই। ৫ বার সাফের মঞ্চে এসে ১ বার রানার্সআপ, ৩ বার সেমিফাইনাল এবং ১ বার গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছি আমরা। আলহামদুলিল্লাহ, আমরা এবার মাঠে দারুণ ছন্দে রয়েছি, ফাইনালে প্রতিপক্ষ স্বাগতিক নেপাল...।’ ছবি: ফেসবুক
-
সানজিদার এ স্ট্যাটাসটির অনেকেই ব্যাপক প্রশংসা করেন। ছবি: ফেসবুক
-
সানজিদা আক্তার ২০০১ সালে জন্মগ্রহণ করেন। তিনি বসুন্ধরা কিংস মহিলা দলে এবং বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দলের হয়ে মিডফিল্ডার হিসাবে খেলেন। ছবি: ফেসবুক
-
বাংলাদেশের ফুটবলকে বিশ্বের বুকে ছড়িয়ে দিতে চান সানজিদা। ছবি: ফেসবুক