অধিনায়করা কেমন খেলছেন আইপিএলে
এবারের আইপিএল ক্রিকেটপ্রেমীরা বেশ ভালোই উপভোগ করছেন। প্রাণপণে লড়ছে প্রতিটি দল। তবে কেমন দায়িত্ব পালন করছেন দলের অধিনায়করা তা জেনে নিন।
-
সানজু স্যামসন: এই মুহূর্তে রাজস্থান পয়েন্ট তালিকায় সবার উপরে রয়েছে। দলের ব্যাটাররা দুর্দান্ত খেলছেন। তবে অধিনায়ক সানজুও পিছিয়ে নেই। আট ম্যাচে তিনি ২৫৫ রান করে ফেলেছেন। একটি অর্ধশতরান রয়েছে। চাপের মুখেও মাথা ঠান্ডা রাখার অসাধারণ ক্ষমতা রয়েছে তার। গোটা দলকে এক সুতোয় গেঁথে ফেলেছেন তিনি। পাশাপাশি কিপিংয়ের দক্ষতাও অসামান্য। ছবি: সংগৃহীত
-
হার্দিক পান্ডিয়া: গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কার্যত ‘ভিলেন’ বানিয়ে দেওয়া হয়েছিল তাকে। এবার নিলামে আগে ছেড়ে দেয় মুম্বাই ইন্ডিয়ান্সও। নতুন দল গুজরাটের অধিনায়ক হন। প্রথমবার নেতৃত্বের দায়িত্ব পেয়েই চমকে দিলেন হার্দিক। ছয় ম্যাচে ২৯৫ রান করেছেন তিনি। তিনটি অর্ধশতরানও রয়েছে। বল হাতেও দুরন্ত খেলছেন। সামনে থেকে নেতৃত্ব দেওয়া বলতে যা বোঝায়, সেটাই করছেন তিনি। দলও দৌড়াচ্ছে পয়েন্ট তালিকায়। ছবি: সংগৃহীত
-
কেন উইলিয়ামসন: আইপিএলের দুই বিদেশি অধিনায়কের একজন। সম্ভবত এই আইপিএলে একমাত্র অধিনায়ক, যিনি নিজে খারাপ খেললেও দল দুর্দান্ত খেলছে। প্রথম দুই ম্যাচে হারার পর টানা পাঁচটি ম্যাচে জিতেছে তারা। তবে উইলিয়ামসন নিজে বেশ ব্যর্থ। সাত ম্যাচে মাত্র ১৪৩ রান করেছেন। অর্ধশতরান মাত্র একটি। ছবি: সংগৃহীত
-
লোকেশ রাহুল: পাঞ্জাব ছেড়ে লখনোউয়ে যোগ দিলেও রাহুলের ব্যাটে রান কমেনি। চলতি আইপিএলে দুর্দান্ত খেলছেন তিনি। দুটি শতরান এর মধ্যেই হয়ে গিয়েছে। ব্যাটে ভালো করায় আত্মবিশ্বাসের ছাপ পড়ছে তার অধিনায়কত্বেও। দলকে দুর্দান্ত ভাবে পরিচালনা করছেন তিনি। ছবি: সংগৃহীত
-
ফাফ ডু প্লেসি: আইপিএলের আর এক বিদেশি অধিনায়ক। বিরাট কোহলি দায়িত্ব ছেড়ে দেওয়ার পর তার প্রতি আস্থা রাখা হয়েছে। তবে এখনো সমর্থকদের আস্থা পাননি তিনি। দেশকে সফলভাবে নেতৃত্ব দিলেও আইপিএলে তার পূর্ণ প্রতিফলন দেখা যাচ্ছে না। যদিও ব্যাট হাতে তিনি সফল। একবার শতরানের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন। তবে প্লে-অফে উঠতে গেলে আরও ক্ষুরধার হতে হবে তাকে। ছবি: সংগৃহীত
-
মায়াঙ্ক আগারওয়াল: রাহুল দল ছাড়ায় আচমকা নেতৃত্বের দায়িত্ব পেয়েছিলেন। কিন্তু এখনও সফল হতে পারেননি। না তার দল এগোচ্ছে, না তিনি নিজে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিতে পারছেন। পাঞ্জাব দলে একাধিক পাওয়ার হিটার রয়েছে। তবে তা শুধু খাতায়-কলমে। সতীর্থদের থেকে সেরাটা এখনও বের করে আনতে পারেননি। ধারাবাহিকতার অভাব রয়েছে। সাত ম্যাচে মাত্র ১৩৬ রান করেছেন তিনি। ছবি: সংগৃহীত
-
রিশাভ পান্ত: এই আইপিএলে এখন পর্যন্ত বিতর্কে জড়ানো একমাত্র অধিনায়ক। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে শেষ দিকে আম্পায়ার নো বল না দেওয়ায় দলই তুলে নিতে চেয়েছিলেন। বাকিরা অনেক বুঝিয়ে-সুঝিয়ে তাকে নিরস্ত করেন। কিন্তু দিল্লির জনপ্রিয়তা এক ধাক্কায় অনেক কমে যায়। পান্তের আত্মবিশ্বাসও বিরাট ধাক্কা খেয়েছে। বাকি ম্যাচকে দলকে টেনে তোলাই তার কাছে অন্যতম চ্যালেঞ্জ। ছবি: সংগৃহীত
-
শ্রেয়াস আইয়ার: কলকাতা তাকে কেনার পরেই নেতৃত্বের দায়িত্ব তুলে দিয়েছিল। কিন্তু সেই আস্থার দাম রাখতে ব্যর্থ শ্রেয়াস। বার বার তার দল নির্বাচন এবং ব্যাটিং অর্ডার কাঠগড়ায় উঠেছে। দল টানা চার ম্যাচে হেরেছে। জয়ে ফেরানোর কোনো মন্ত্রও তার কাছে রয়েছে বলে মনে হয় না। ব্যাট হাতে আট ম্যাচে ২৪৮ রান করেছেন তিনি। ছবি: সংগৃহীত
-
রবিন্দ্র জাদেজা: ধোনি সরে যাওয়ার পর তাকেই নেতা হিসেবে বেছে নিয়েছে চেন্নাই। কিন্তু প্রথম মৌসুমেই ধাক্কার পর ধাক্কা খেয়েছেন তিনি। দল মাত্র দুটি জয় পেয়েছে। অনেকেই ধরে নিয়েছেন, তিনি স্রেফ খাতায়-কলমে অধিনায়ক। কারণ মাঠে বেশিরভাগ সিদ্ধান্তই নিচ্ছেন ধোনি। বলা হচ্ছে, জাদেজাকে নাকি তৈরি করার প্রক্রিয়া চলছে। কিন্তু এই মৌসুমে চেন্নাইয়ের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কার্যত নেই। ব্যাট বা বল কোনোটিতেই ছাপ ফেলতে পারেননি। আট ম্যাচে মাত্র ১১২ রান করেছেন। ছবি: সংগৃহীত
-
রোহিত শর্মা: আইপিএলের সব থেকে সফল অধিনায়কের দুর্দশা থেকে অনেকেই অবাক। আটটি ম্যাচ খেলেছে মুম্বাই। দলকে একবারও জয়ের মুখ দেখাতে পারেননি তিনি। মুম্বাইয়ের দৌড় কার্যত শেষ। বাকি ম্যাচগুলো তাদের কাছে সম্মানরক্ষার লড়াই। ছবি: সংগৃহীত