আফগানিস্তানের বিপক্ষে রানের পাহাড় বাংলাদেশের
বাংলাদেশ-আফগানিস্তান দ্বিতীয় ওয়ানডেতে বিশাল রান করেছে বাংলাদেশ। লিটন দাসের সেঞ্চুরি ক্রিকেট ভক্তদের ব্যাপক আনন্দিত করেছে।
-
আজকের ম্যাচে লিটন শতরান পূর্ণ করেছেন। ছবি: সংগৃহীত
-
মাঠে নেমেই ব্যাট-বলের জাদু দেখানো শুরু করেন লিটন। এতে তার ভক্তরা দারুণভাবে আনন্দিত হন। ছবি: সংগৃহীত
-
সিরিজ জেতার মিশনে দ্বিতীয় ওয়ানডেতে নিজেদের একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ দল। প্রথম ম্যাচে টপঅর্ডারের ভয়াবহ ব্যর্থতার পরও তাদের ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজম্যান্ট, ভাঙেনি উইনিং কম্বিনেশন। ছবি: সংগৃহীত
-
প্রথম ওয়ানডেতে সাকিব আল হাসানের ঘূর্ণি বুঝতে পারেননি রশিদ খান। দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে পিচে কতক্ষণ ঠাঁই দাঁড়িয়েছিলেন তিনি। ছবি: সংগৃহীত
-
ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি এলবিডব্লিউর শিকার হয়েছেন তামিম ইকবাল। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেও ফজল হক ফারুকির বলে এলবি হয়েছিলেন, আজও ফারুকির পাতা ফাঁদে আবারও পা দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। ছবি: সংগৃহীত
-
আফগানিস্তানকে ৩০৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ফজলহক ফারুকির শেষ ওভারে এসেছে মাত্র ৪ রান। শেষটা ভালো হলো না বাংলাদেশের। তবু ৫০ ওভার শেষে ৪ উইকেটে ৩০৬ রানের শক্তিশালী সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত