আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে যারা
আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশের তালিকা প্রকাশিত হয়েছে। এতে স্থান পেয়েছেন বাংলাদেশের তিন তারকা ক্রিকেটার। এবার জেনে নিন কারা স্থান পেয়েছেন আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশে।
-
পল স্টার্লিং (আয়ারল্যান্ড): ২০০৮ সালে আন্তমহাদেশীয় কাপে আয়ারল্যান্ডের পক্ষে প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটে স্টার্লিংয়ের। একই বছরে একদিনের আন্তর্জাতিকে (ওডিআই) অভিষিক্ত হন তিনি। ২০০৯ সালে প্রথম-শ্রেণির ক্রিকেটে তিনি তার প্রথম সেঞ্চুরি করেন। ছবি: সংগৃহীত
-
জানেমান মালান (দক্ষিণ আফ্রিকা): তিনি সাউথ আফ্রিকান ডান হাতি ক্রিকেটার। ছবি: সংগৃহীত
-
বাবর আজম (অধিনায়ক, পাকিস্তান): ২০১৫ সালের মে মাসে, বাবরকে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের জন্য পাকিস্তানি ওয়ানডে দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ছবি: সংগৃহীত
-
ফাখর জামান (পাকিস্তান): পাকিস্তান সুপার লীগের দ্বিতীয় আসরে লাহোর কালান্দার্সের সাথে চুক্তিবদ্ধ হন। ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার জন্য সীমিত ওভারের দলের সদস্য মনোনীত হন। ছবি: সংগৃহীত
-
রাশি ফন ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা): দলে তিনি মূলত ব্যাটসম্যান হিসেবে খেলে থাকেন। এছাড়াও লেগ ব্রেক বোলিংয়ে পারদর্শী রাসি ফন ডার ডাসেন। ছবি: সংগৃহীত
-
সাকিব আল হাসান (বাংলাদেশ): তিনি বিশ্বসেরা অলরাউন্ডার। ছবি: সংগৃহীত
-
মুশফিকুর রহীম (বাংলাদেশ, উইকেটরক্ষক): ২০১১ থেকে তিনি জাতীয় দলের অধিনায়ক নির্বাচিত হন। মূলত তিনি একজন উইকেট-রক্ষক এবং মাঝারিসারির ব্যাটসম্যান। ছবি: সংগৃহীত
-
ওয়ানিদু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা): ঘরোয়া ক্রিকেটে শ্রীলঙ্কা বন্দর কর্তৃপক্ষ দলের পক্ষে খেলে থাকেন রিচমন্ড কলেজের ছাত্র ওয়ানিদু হাসারাঙ্গা। দলে তিনি মূলত লেগ-স্পিনার। ছবি: সংগৃহীত
-
মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ): তিনি বা-হাতি মিডিয়াম বোলিং করে থাকেন। বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে তিনি তার প্রথম দুই ম্যাচে এগারোটি উইকেট লাভ করেন।
-
সিমি সিং (আয়ারল্যান্ড): তিনি ডান হাতি খেলোয়াড়। ছবি: সংগৃহীত
-
দুষ্মন্তে চামিরা (শ্রীলঙ্কা): ডান হাতি ফাস্ট বোলাররূপে শ্রীলঙ্কা ক্রিকেট দলের পক্ষে টেস্ট, ওডিআই এবং টুয়েন্টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলছেন। এছাড়াও ডানহাতে ব্যাটিংয়ে পারদর্শী তিনি। ছবি: সংগৃহীত