মাশরাফির ক্লাসে মুশফিকসহ খুলনা টাইগার্সের ক্রিকেটাররা
বিপিএলের প্রথম দিন দ্বিতীয় ম্যাচেই মুখোমুখি হবে মাশরাফির মিনিস্টার ঢাকা এবং মুশফিকের খুলনা টাইগার্স। তার আগে মিরপুর একাডেমি মাঠে অনুশীলনে বৃহস্পতিবার খুলনার অনুশীলনে গিয়ে হাজির ঢাকার মাশরাফি। সেখানকারই কিছু ছবি উঠে এসেছে বিসিবির অফিসিয়াল ফটোগ্রাফার রতন গোমেজের ক্যামেরায়। সেই ছবিগুলোর সঙ্গে পাঠককে আনন্দ দেয়ার উদ্দেশ্যে কিছু কাল্পনিক সংলাপ তুলে ধরা হলো।
-
খুলনার অনুশীলনে গিয়ে তাদের অধিনায়ক মুশফিকের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন মাশরাফি। হয়তো গল্পের ফাঁকে ফাঁকে খুলনার পরিকল্পনাটাও জেনে নিতে চাচ্ছেন তিনি! ছবি: বিসিবি
-
হয়তো মাশরাফির কাছ থেকে নতুন কোনো টিপস নিচ্ছিলেন মুশফিক। লোভ সামলাতে না পেরে সেখানে উপস্থিত হলেন খুলনার রনি তালুকদার। ছবি: বিসিবি
-
বিপিএলে কী করা যাবে, কী করা যাবে না- তেমন কিছুই কী মুশফিককে বলছেন মাশরাফি? ছবি: বিসিবি
-
হঠাৎ আকাশে কোনো কিছুর দিকে লক্ষ্য করলেন রনি তালুলকদার। চোখ ছোট করে মাশরাফিও দেটা দেখার চেষ্টা করছেন। ছবি: বিসিবি
-
পাশ থেকে কেউ কিছু বলছেন হয়তো। সেদিকে ফিরে তাকালেন মাশরাফি। পাশ থেকে সেই কথার জবাব দেয়ার চেষ্টা মুশফিকের। ছবি: বিসিবি
-
অন্য কেউ মাশরাফির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেন। সেদিকে তিনি কৌতুহলী হতেই পেছনে বসে মুচকি হাসছেন মুশফিক। ছবি: বিসিবি
-
এ সময় সেখানে এসে হাজির হলেন মাশরাফির ঢাকা দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এসে হয়তো জানতে চাইছেন, খুলনার অনুশীলনে এসে মাশরাফি কী করছেন? ছবি: বিসিবি
-
কোনো কিছু নিয়ে কী বিরক্ত হয়ে গেলেন মাশরাফি? চোখ-মুখ দেখেই তো সেটা বোঝা হয়ে গেছে। ছবি: বিসিবি
-
এবার আর খুলনার অন্যরা দুরে থাকতে পারলেন না। রনি তালুকদারকে পাশে সরিয়ে সেখানে হাজির হয়ে গেলেন দুই বিদেশি, আফগানিস্তানের নাভিন-উল হক এবং শ্রীলঙ্কার থিসারা পেরেরা। তারাও হয়তো বিপিএলের বিভিন্ন বিষয়াদি জানতে চাইছেন মাশরাফির কাছ থেকে। ছবি: বিসিবি
-
থিসারা পেরেরার সঙ্গে পুরনো বন্ধুত্বও কী উথলে উঠলো মাশরাফির? সেখানে পুরনো কোনো স্মৃতির কথা বলতেই হয়তো সবার মুখে হাসি। ছবি: বিসিবি
-
ব্যাট হাতে নিয়ে মাশরাফি কী বোঝাতে চাইছেন? থিসারাদের মাশরাফি কী বলতে চাইলেন, ব্যাট দিয়ে কিন্তু ছাতু বানিয়ে ফেলবো! ছবি: বিসিবি
-
মাশরাফিকে দেখে খুলনার অনুশীলনে এসে হাজির হলেন ঢাকার কোচ মিজানুর রহমান বাবুল। তাকে দেখে ছবি তোলার লোভ সামলাতে পারলেন না খুলনার দক্ষিণ আফ্রিকান কোচ ল্যান্স ক্লুজনার। ছবি: বিসিবি