টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের দুর্বল খেলায় হতাশ হয়েছেন ক্রিকেট ভক্তরা। ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে এমন বিধ্বস্ত বাংলাদেশকে বোধ হয় দেখা যায়নি কখনই। ব্যর্থতার মধ্য দিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ দল।
-
আজ পার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। ৮২ বল হাতে রেখে পাওয়া এই জয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো দলের দ্বিতীয় সর্বোচ্চ বল হাতে রেখে পাওয়া জয়। ছবি: সংগৃহীত
-
সেমিফাইনালের স্বপ্ন তো শেষ আগেই। একের পর এক লজ্জার রেকর্ড গড়তেও পিছপা হচ্ছে না টাইগাররা। আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৮৪ রানে গুটিয়ে গিয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। যেটা ছিল দেশের টি-টোয়েন্টি ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন সংগ্রহ। ছবি: সংগৃহীত
-
৬.২ ওভারেই ৭৪ রানের লক্ষ্যে পৌঁছে গেল অস্ট্রেলিয়া। নেট রান-রেটের বেশ বড়সড় উন্নতি হয়েছে তাদের। গ্রুপ ‘১’-এ ইংল্যান্ডের পরই এখন অস্ট্রেলিয়ার অবস্থান। টি-টোয়েন্টিতে ৭৪ বা এর বেশি রানের লক্ষ্যে সবচেয়ে কম ওভার খেলে জয়ের রেকর্ডে এটি চার নম্বরে। তবে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর ক্ষেত্রে অস্ট্রেলিয়ার জয় দুই নম্বরে। ছবি: সংগৃহীত
-
সুপার টুয়েলভেই শেষ বিশ্বকাপ যাত্রা। শেষ ম্যাচটা শুধু বাংলাদেশের জন্য সম্মান রক্ষার। তবে অস্ট্রেলিয়ান বোলারদের তোপে সেই সম্মান রক্ষা হবে কিনা, সংশয় দেখা দিয়েছে শুরুতেই। ১০ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসেছে টাইগাররা। ছবি: সংগৃহীত
-
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সবমিলিয়ে ৫৬ লাখ মার্কিন ডলার প্রাইজমানি ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ রয়েছে ১৬ লাখ ডলার আর রানার্সআপ দলের জন্য থাকছে ৮ লাখ ডলার। এর বাইরে প্রতিটি জয়ের জন্যও থাকছে অর্থ বরাদ্দ। ছবি: সংগৃহীত