চলতি বিশ্বকাপের সাথে ২০০৭ সালের বিশ্বকাপের যেসব মিল রয়েছে
ক্রিকেটীয় উন্মাদনা ও বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে চলছে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে এর মাঝে ক্রিকেট বিশেষজ্ঞরা খুঁজে পেয়েছেন ২০০৭ সালের আসরের সাথে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের মিল। জেনে নিন অদ্ভুত সেই মিল সম্পর্কে।
-
২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। সেবারেই মহেন্দ্র সিং ধোনির ভারতের হাতে উঠেছিল ট্রফি। ১৪ বছর পর সেই বিশ্বকাপের সঙ্গেই রয়েছে একাধিক মিল। অধিনায়ক ধোনি যদিও এবারের বিশ্বকাপে ভারতের মেন্টর। ছবি: সংগৃহীত
-
এবারের বিশ্বকাপে ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান এবং স্কটল্যান্ড। যোগ্যতা অর্জন পর্বে বাংলাদেশ, ওমান এবং পাপুয়া নিউগিনিকে হারিয়ে দেয় স্কটিশরা। সুপার ১২-তে আগে থেকেই পৌঁছে গিয়েছিল ভারত এবং পাকিস্তান। ছবি: সংগৃহীত
-
২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত, পাকিস্তান এবং স্কটল্যান্ড একই গ্রুপে ছিল। গ্রুপ ডি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে সে বারের ম্যাচ খেলাই হয়নি। পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচ টাই হয়েছিল, বোল আউটের মাধ্যমে জিতেছিল ভারত। ছবি: সংগৃহীত
-
২০০৭ সালে প্রথম দুই ম্যাচে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। সেবারও তাদের গ্রুপে ছিল দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা এবং দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কাছে হেরে গিয়েছিলেন ক্রিস গেইলরা। ছবি: সংগৃহীত
-
এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচে হারতে হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ২০০৭ সালের বিশ্বকাপ শুরু হয়েছিল দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে। এবারের বিশ্বকাপে একে অপরের বিরুদ্ধে না খেললেও প্রথম দিনেই খেলতে নেমেছিল এই দুই দল। ছবি: সংগৃহীত
-
ভারত বনাম পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচের ফল আলাদা হলেও, বেশ কিছু মিল রয়েছে সেবার এবং এবারের বিশ্বকাপের মধ্যে। ধোনির দলের দুই ওপেনার গৌতম গম্ভীর এবং বীরেন্দ্র সেহবাগের অবস্থা হয়েছিল লোকেশ রাহুল এবং রোহিত শর্মাদের মতোই। ছবি: সংগৃহীত
-
২০০৭ সালের বিশ্বকাপে গম্ভীর আউট হন শূন্য রানে। সেহবাগের রান আটকে থাকে এককের ঘরেই। দু’জনকেই ফিরিয়ে দেন পাক পেসার মহম্মদ আসিফ। এবারের ভারত-পাকিস্তান ম্যাচে শাহিন আফ্রিদির বলে রোহিত ফেরেন শূন্য রানে, রাহুলের রান আটকে থাকে এককের ঘরেই। ছবি: সংগৃহীত
-
২০০৭ সালে তিন নম্বরে ব্যাট করতে নেমে রবিন উথাপ্পা অর্ধশতরান করেছিলেন। বিরাট কোহলি এবার অর্ধশতরান করেন তিন নম্বরে ব্যাট করতে নেমে। সেবারের উইকেটরক্ষক ধোনির ব্যাট থেকে এসেছিল ৩০ রানের বেশি। এবারের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৩৯ রান করেন ঋষভ পান্থ। ছবি: সংগৃহীত
-
দুটো ম্যাচেই সেরা হন এক পাক পেসার। ২০০৭ সালে ভারতের বিরুদ্ধে সেরা হয়েছিলেন মহম্মদ আসিফ। এবারের বিশ্বকাপে সেরা শাহিন আফ্রিদি। ছবি: সংগৃহীত
-
ইংরেজ দলে সেবার দু’জন ক্রিকেটার ছিলেন যাদের জন্ম দক্ষিণ আফ্রিকায়। কেভিন পিটারসেন এবং ম্যাট প্রায়র, দুই দক্ষিণ আফ্রিকান ছিলেন সেবারের ইংল্যান্ড দলে। ইয়ন মর্গ্যানের দলে রয়েছেন জেসন রয় এবং টম কারেন। দু’জনের জন্মই দক্ষিণ আফ্রিকায়। ছবি: সংগৃহীত
-
সেবারের বিশ্বকাপে খেলা আট ক্রিকেটার রয়েছেন এবারের বিশ্বকাপেও। ভারতীয় দলে রয়েছেন রোহিত শর্মা। তাছাড়া রয়েছেন শাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, ক্রিস গেইল, ডোয়েন ব্র্যাভো এবং রবি রামপাল। ছবি: সংগৃহীত