জয়ের আশা জাগিয়ে পরাজিত টাইগাররা
টি-টোয়েন্টিতে আজকের বাংলাদেশ-শ্রীলঙ্কার আজকের ম্যাচের শুরাটা বাংলাদেশের পক্ষেই ছিল। ব্যাটিংয়ে বাংলাদেশ দারুণ খেলে ১৭১ রান করেছিল। জয়ের আশা করেছিলেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু শ্রীলঙ্কার কাছে হেরে যায়।
-
নাইম শেখ আর মুশফিকুর রহিমের জোড়া ফিফটিতে ভর করে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটে ১৭১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছিল টাইগাররা। ছবি: সংগৃহীত
-
আজকের ম্যাচে একই ওভারের চতুর্থ বলে আভিশকা ফার্নান্দোকে বোল্ড করে বিশ্বকাপে নিজের উইকেট সংখ্যাকে ৪১-এ উন্নীত করেন সাকিব। চলতি বিশ্বকাপে সাকিবের উইকেট বেড়ে হয়েছে ১১টি। এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড (১৫) নিজের করে নিতে আর মাত্র ৫ উইকেট প্রয়োজন তার। ছবি: সংগৃহীত
-
লিটন দাসের সঙ্গে ওপেনিং জুটিটা ভালোই গড়েছিলেন আজ। ৪০ রানের সেই জুটি বাংলাদেশকে শুধু উড়ন্ত সূচনা নয়, দারুণ আত্মবিশ্বাসও এনে দিয়েছিল। লিটন ১৬ বলে ১৬ রান করে আউট হয়ে গেলেও আরেকপ্রান্ত ধরে খেলেন আরেক ওপেনার, তরুণ নাইম শেখ। ছবি: সংগৃহীত
-
ঘরের মাঠে দুই সিরিজে দুর্দান্ত ফর্মেই ছিলেন। তবে নাসুম আহমেদকে বিশ্বকাপের প্রথমপর্বে একটি ম্যাচও খেলায়নি বাংলাদেশ টিম ম্যানেজম্যান্ট। অবশেষে একাদশে ফিরলেন বাঁহাতি স্পিনার। আর সুযোগ পেয়ে দলকে সাফল্য এনে দিতে দেরি করলেন না। ছবি: সংগৃহীত
-
কিন্তু জয়ের আশা জাগিয়ে বাংলাদেশ আজ ৫ উইকেটে পরাজিত হয়েছে। ছবি: সংগৃহীত