আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারতীয় যে ক্রিকেটাররা
ক্রিকেটপ্রেমীদের জন্য আজকের রাতের টি-টোয়েন্টির ম্যাচটি বেশ উত্তেজনাকর। কারণ আজ ভারত-পাকিস্তান মুখোমুখি হবে। জেনে নিন আজকে পাকিস্তানের বিপক্ষে ভারতের যেসব খেলোয়াড় লড়াই করবেন।
-
বিরাট কোহলি (অধিনায়ক): ডানহাতি এ ব্যাটসম্যানের ব্যাট বলের জাদু দেখার অপেক্ষায় আছেন ক্রিকেটপ্রেমীরা। ছবি: সংগৃহীত
-
রোহিত শর্মা: আশা করা হচ্ছে তিনি আজ মাঠে জ্বলে উঠবেন। ছবি: সংগৃহীত
-
লোকেশ রাহুল: আজ ক্রিকেটপ্রেমীদের মাতাবেন রাহুল-এমনটাই প্রত্যাশা সবার। ছবি: সংগৃহীত
-
সূর্যকুমার যাদব: ডানহাতি আক্রমণাত্মক এ ব্যাটসম্যান মাঝে মধ্যে ডানহাতি মিডিয়াম ফাস্ট বলও করে থাকেন। ছবি: সংগৃহীত
-
রিশাভ পান্ত: তার কাছ থেকেও ভালো খেলা আশা করছেন ক্রিকেট ভক্তরা। ছবি: সংগৃহীত
-
ইশান কিশান: জয়ের প্রস্তুতি নিয়ে নামবেন এই তারকা। তার খেলা আজ সবার মন জয় করবে বলে মনে করা হচ্ছে। ছবি: সংগৃহীত
-
হার্দিক পান্ডিয়া: আজ আপন শক্তিতে লড়াই করবেন হার্দিক। ছবি: সংগৃহীত
-
রবিন্দ্র জাদেজা: বামহাতি মাঝারি সারির ব্যাটসম্যান এবং ধীরগতির বামহাতি বোলার হিসেবে খেলেন রবিন্দ্র। ছবি: সংগৃহীত
-
রাহুল চাহার: তিনিও আজ তার ভক্তদের প্রত্যাশা পূরণ করবেন। ছবি: সংগৃহীত
-
রবিচন্দ্রন অশ্বিন: ডানহাতি ব্যাটসম্যান ও ডানহাতি অফ-ব্রেক এ বোলার প্রাণপণে লড়বেন আজ। ছবি: সংগৃহীত
-
অক্ষর প্যাটেল: নিজের খেলার নৈপুণ্যতা দেখাতে মাঠে নামবেন এই অলরাউন্ডার। ছবি: সংগৃহীত
-
জসপ্রিত বুমরাহ: দলে তিনি মূলত ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করে দর্শকদের মুগ্ধ করেন। ছবি: সংগৃহীত
-
ভুবনেশ্বর কুমার: ব্যাট বলের জাদুতে আজ নিজেকে ছাড়িয়ে যাবেন তিনি। ছবি: সংগৃহীত
-
মোহাম্মদ শামি: ২০১০ সালে ভারতের আসাম দলের বিপক্ষে তার প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটে। খেলায় তিনি তিন উইকেট দখল করেন। ছবি: সংগৃহীত