যেসব ভারতীয় ক্রিকেটারা সম্ভবত শেষ আইপিএল খেলেছেন
ক্রিকেটপ্রেমীদের অন্যমত প্রিয় আসর আইপিএল দেখতে দেখতে শেষ হয়ে গেল। এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। জেনে নিন এবারের আইপিলএল সম্ববত যেসব ভারতীয় ক্রিকেটারদের শেষ আসর।
-
কিছুদিন আগে হরভজন সিং জানিয়েছেন ‘আমি জানি না যে, কেকেআরের হয়ে ভবিষ্যতে খেলব কি না! তবে উপভোগ করছি।’ এতে বোঝা যাচ্ছে এটাই তার শেষ আইপিএল আসর। ছবি: সংগৃহীত
-
আইপিএলের সূচনালগ্ন থেকে রবিন উথাপ্পা এই টুর্নামেন্টে খেলছেন। মুম্বাই, বেঙ্গালুরু, পুণে, কলকাতা, রাজস্থান ও চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলেছেন তিনি। ৩৫ বছরের উথাপ্পা আন্তর্জাতিক ক্রিকেটকে অবসর জানিয়েছেন আগে। ১৯৩ ম্যাচে ৪৭২২ রান করা উথাপ্পাকে সম্ভবত আর আইপিএলে দেখা যাবে না। ছবি: সংগৃহীত
-
অমিত মিশ্র চৌদ্দতম আইপিএলের প্রথম পর্বে খেলেলও দ্বিতীয় পর্বে সুযোগ পাননি। আগামী মাসেই ৩৯ বছরে পা দেবেন প্রাক্তন ভারতীয় স্পিনার। মনে করা হচ্ছে এরপর হয়তো আর আইপিএলে খেলবেন না তিনি। ছবি: সংগৃহীত
-
কলকাতা নাইট রাইডার্স থেকে শুরু করে চেন্নাই সুপার কিংস হয়ে পাঞ্জাব কিংসে খেলা ঋদ্ধির বর্তমান ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদ। কয়েক মাসের মধ্যে ৩৭ বছরে পা দেবেন ঋদ্ধি। তিনিও সম্ভবত আর আইপিএল খেলবেন না বলেই মনে করছেন ক্রিকেট বোদ্ধারা। ছবি: সংগৃহীত
-
২০১৭ ও ২০১৮ সালে দুরন্ত ক্রিকেট খেলা কেদার ২০১৯ ও ২০২০ মৌসুমে চেন্নাইয়ের হয়ে একেবারেই নিজেকে মেলে ধরতে পারেননি। চেন্নাই তাকে ছেড়ে দেয়। এই মুহূর্তে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের বয়স ৩৬ বছর। একেবারেই ফর্মে নেই তিনি। কেদারও হয়তো আইপিএলকে বিদায় বলতে পারেন। ছবি: সংগৃহীত
-
রাহানের বয়স এখন ৩৩। কিন্তু রাহানে দেশের হয়ে শুধু টেস্ট ক্রিকেটই খেলেন। পাঁচ-ছয় বছর আগে শেষবার সাদা বলের ক্রিকেট খেলেছিলেন। রাহানেও হয়তো আইপিএল থেকে নিজেকে গুটিয়ে নিতে পারেন। ছবি: সংগৃহীত
-
এদিকে সাত বছর পরে আইপিএলে প্রত্যাবর্তন করেছিলেন পূজারা। কিন্তু এক বলও খেলার সুযোগ না পাওয়া এ ব্যাটসম্যান সম্ভবত আর আইপিএল খেলবেন না। ছবি: সংগৃহীত