ছবিতে দেখুন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াড
পেস বোলিং অলরাউন্ডার কাইরন পোলার্ডের নেতৃত্বে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। পোলার্ডের সহ-অধিনায়ক হিসেবে থাকছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নিকোলাস পুরান। এছাড়া ট্রাভেলিং রিজার্ভ হিসেবে রাখা হয়েছে ৪ ক্রিকেটারকে। দেখুন ওয়েস্ট ইন্ডিজের এবার বিশ্বকাপ স্কোয়াড।
-
লেন্ডল সিমনস: ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদ ও টোবাগো’র পোর্ট অব স্পেনে জন্মগ্রহণকারী বিশিষ্ট আন্তর্জাতিক ক্রিকেটার। তিনি তিনি মূলত ডানহাতি ব্যাটসম্যান। তবে, দলের প্রয়োজনে মাঝে-মধ্যে ডানহাতি মিডিয়াম পেস বোলিং করে থাকেন লেন্ডল সিমন্স। ছবি: সংগৃহীত
-
এভিন লুইস: ত্রিনিদাদে জন্মগ্রহণকারী ক্রিকেটার তিনি। ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে ত্রিনিদাদ ও টোবাগো জাতীয় ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করছেন। দলে তিনি মূলত বামহাতি উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলে থাকেন। ছবি: সংগৃহীত
-
ক্রিস গেইল: জ্যামাইকান বংশোদ্ভূত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য ও মারকুটে ব্যাটসম্যান হিসেবে পরিচিত। তিনি ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেতৃত্ব দিয়েছেন। টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে গণ্য গেইল ক্রিকেটের তিন ঘরানাতেই অসংখ্য রেকর্ড গড়েছেন। ছবি: সংগৃহীত
-
শিমরন হেটমায়ার: তিনি ওয়েস্ট ইন্ডিজের ২০১৪ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ দলের সদস্য ছিলেন। ছবি: সংগৃহীত
-
নিকোলাস পুরান (সহ-অধিনায়ক): ঘরোয়া প্রথম-শ্রেণির ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে ত্রিনিদাদ ও টোবাগো দলের প্রতিনিধিত্ব করছেন। দলে তিনি মূলত উইকেট-রক্ষকের দায়িত্বে রয়েছেন। এছাড়াও, বামহাতে কার্যকরী ব্যাটিং করে থাকেন তিনি। ক্যারিবীয় প্রিমিয়ার লীগে (সিপিএল) রেড স্টিলের পক্ষে খেলছেন। ছবি: সংগৃহীত
-
কাইরন পোলার্ড (অধিনায়ক): আগ্রাসী অলরাউন্ডার হিসেবে পরিচিত পোলার্ড ওয়েস্ট ইন্ডিজ দলের পক্ষ হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। মিডিয়াম ফাস্ট পেস বোলিংয়ে দক্ষ কাইরন পোলার্ড মাঝারী সারির ব্যাটসম্যানরূপে খেলায় অংশগ্রহণ করেন। ছবি: সংগৃহীত
-
আন্দ্রে রাসেল: তিনি একজন জ্যামাইকান ক্রিকেটার। রাসেল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের হয়ে টেস্ট ক্রিকেট এবং ওডিআই খেলে থাকেন। তিনি মূলত একজন ফাস্ট বোলিং অলরাউন্ডার। ছবি: সংগৃহীত
-
ওবেদ ম্যাকয়: ২০১৮ সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয়। ছবি: সংগৃহীত
-
ডোয়াইন ব্রাভো: ২০১২ সালের আইসিসি বিশ্বকাপে বিজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। আইসিসি প্লেয়ার র্যাঙ্কিংয়ে আন্তর্জাতিকে অল-রাউন্ডারের তালিকায় বর্তমানে তার অবস্থান অষ্টম। ছবি: সংগৃহীত
-
হেইডেন ওয়ালশ জুনিয়র: তার বাবা অ্যালবার্ট ওয়ালশছিলেন একজন অ্যান্টিগান ক্রিকেটার। হেইডেন ওয়ালশ একজন বাঁহাতি ব্যাটার ও ডানহাতি লেগ স্পিন বোলার। ছবি: সংগৃহীত
-
আকিল হোসেন: তিনি একজন ত্রিনিদাদিয়ান ক্রিকেটার। যিনি পশ্চিম ভারতের ঘরোয়া ক্রিকেটে ত্রিনিদাদ ও টোবাগো হয়ে খেলেছেন, পাশাপাশি ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের প্রতিনিধিত্ব করেছেন। ছবি: সংগৃহীত
-
ফাবিয়ান অ্যালেন: ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে প্রথমবারের মতো আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক ঘটে ফাবিয়ান অ্যালেনের। প্রথম-শ্রেণির ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে জ্যামাইকা দলের প্রতিনিধিত্ব করছেন। ছবি: সংগৃহীত
-
শেলডন কটরেল: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলে তিনি মূলত বাম হাতে ফাস্ট মিডিয়াম বোলিং করে থাকেন। পাশাপাশি ডানহাতে ব্যাটিংয়ে অভ্যস্ত তিনি। ছবি: সংগৃহীত
-
আন্দ্রে ফ্লেচার: ২০০৬ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলে প্রতিনিধিত্ব করেন। এরপর ২০০৮ সালে ব্রিজটাউনে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজের বড়দের দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক ঘটে তার। ছবি: সংগৃহীত
-
রস্টোন চেজ: বার্বাডোসে জন্মগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার তিনি। ঘরোয়া প্রথম-শ্রেণির ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে বার্বাডোস দলের প্রতিনিধিত্ব করছেন। ছবি: সংগৃহীত