দেখে নিন টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড
বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে ১৫ সদস্যের মূল দলের পাশাপাশি রিজার্ভ হিসেবে আরও দুজন খেলোয়াড়কে নিয়ে ঘোষণা করা হয়েছে বিশ্বকাপ দল। দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াডে যারা থাকছেন।
-
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক)। তিনি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং অকেশনাল অফস্পিনার হিসেবেও দায়িত্ব পালন করেন । তার নেতৃত্বেই বাংলাদেশ এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে। ছবি: সংগৃহীত
-
সাকিব আল হাসান। তিনি বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব দীর্ঘদিন তিন ফরমেটের (টেস্ট, ওয়ান-ডে, টি-২০) ক্রিকেটের শ্রেষ্ঠ, নাম্বার ওয়ান অলরাউন্ডার। এবারের বিশ্বকাপেও বাংলাদেশ দলের মূল অস্ত্র হবেন তিনি। ছবি: সংগৃহীত
-
মোহাম্মদ মুশফিকুর রহীম। উইকেটরক্ষক ব্যাটসম্যান। বাংলাদেশ দলের মূল ব্যাটিং ভরসা। তিন ফরম্যটে তিনি জাতীয় দলের অধিনায়ক ছিলেন। ছবি: সংগৃহীত
-
সৌম্য সরকার। বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিংয়ে পারদর্শী। ২০১৪ সালের ডিসেম্বরে জাতীয় দলে অভিষেক হয় তার। ছবি: সংগৃহীত
-
লিটন কুমার দাস (উইকেটরক্ষক)। তিনি ডানহাতি। ওপেনিং ব্যাটিংয়ের সঙ্গে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করে থাকেন। ২০১৫ সালের জুনে জাতীয় দলে অভিষেক হয় তার। ছবি: সংগৃহীত
-
আফিফ হোসেন ধ্রুব। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তাকে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ টি-২০ দলে অন্তর্ভুক্ত করা হয়। বাঁহাতি হার্ডহিটিং ব্যাটিংয়ের সঙ্গে অফস্পিন বোলিংও করতে পারেন। ছবি: সংগৃহীত
-
মোহাম্মদ নাইম শেখ। ২০১৯ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ডায়নামাইটসের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে আত্মপ্রকাশ করেছিলেন। এখন জাতীয় দলেও নিয়মিত। ছবি: সংগৃহীত
-
কাজী নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক)। সোহান মূলত একজন অল-রাউন্ডার এবং ডানহাতি ব্যাটসম্যান হিসেবে ভূমিকা পালন করে থাকেন। ছবি: সংগৃহীত
-
মোহাম্মদ শামীম হোসেন। যুব বিশ্বকাপজয়ী এই ব্যাটসম্যান হার্ডহিটিং ব্যাটিংয়ের সঙ্গে অফস্পিন বোলিং করতে পারেন। ২০২১ সালের জুলাইয়ে তার টি-টোয়েন্টি অভিষেক হয়। ছবি: সংগৃহীত
-
মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তিনি বাঁহাতি পেস বোলিং করে থাকেন। বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে তিনি তার প্রথম দুই ম্যাচে এগারোটি উইকেট লাভ করেন। ছবি: সংগৃহীত
-
তাসকিন আহমেদ। ২০১৪ সালের এপ্রিলে অভিষেক হওয়া ডানহাতি এই পেসার গতিঝড়ে যে কোনো প্রতিপক্ষকে নাকাল করে দেয়ার সামর্থ্য রাখেন। ছবি: সংগৃহীত
-
মোহাম্মদ সাইফউদ্দিন। তিনি একজন বোলিং অলরাউন্ডার। পেস বোলিংয়ের পাশাপাশি হার্ডহিটিং ব্যাটিংটাও জানেন। ছবি: সংগৃহীত
-
মোহাম্মদ শরিফুল ইসলাম। যুব বিশ্বকাপজয়ী এই বাঁহাতি পেসারের টি-টোয়েন্টি অভিষেক হয় ২০২১ সালের মার্চে। ছবি: সংগৃহীত
-
শেখ মেহেদি হাসান। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি অভিষেক হয় এই অফস্পিনারের। এখন এই ফরমেটে নিয়মিত তিনি। ছবি: সংগৃহীত
-
নাসুম আহমেদ। ২০২১ সালের মার্চে বাংলাদেশ দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে বাঁহাতি এই স্পিনারের। এরপর থেকে টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য তিনি। ছবি: সংগৃহীত