নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
দীর্ঘ ৮ বছর পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় মাঠে গড়াবে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। দেখুন আজকের ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ।
-
মোহাম্মদ নাঈম। এই ব্যাটসম্যান ২২ ফেব্রুয়ারি ২০১৮ সালে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে লিজেন্ডস অব রূপগঞ্জ ক্লাবের হয়ে লিস্ট এ ক্রিকেট তালিকায় স্থান অর্জন করেছিলেন। ছবি: সংগৃহীত
-
লিটন দাস। তিনি উইকেট কিপার। ছবি: সংগৃহীত
-
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
-
মুশফিকুর রহিম। বাংলাদেশ জাতীয় দলের তিন ফরম্যটে তিনি বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ছিলেন। তিনি ডানহাতি ব্যাটসম্যান। ছবি: সংগৃহীত
-
মোহাম্মদ মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পালন করছেন। ছবি: সংগৃহীত
-
নুরুল হাসান । তিনি উইকেট কিপার। ছবি: সংগৃহীত
-
আফিফ হোসেন, অলরাউন্ডার। ছবি: সংগৃহীত
-
শেখ মেহেদী হাসান। তিনি অলরাউন্ডার। ছবি: সংগৃহীত
-
শরিফুল ইসলাম। তিনি একজন দক্ষ উইকেট কিপার। ছবি: সংগৃহীত
-
মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সদস্য হিসেবে দলে তিনি বাঁহাতি মিডিয়াম বোলিং করে থাকেন। ছবি: সংগৃহীত
-
নাসুম আহমেদ, বাঁহাতি স্পিনার। নাসুমের সিলেট বিভাগের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ২০১১ সালে। পরবর্তীতে তিনি বরিশাল বিভাগের হয়েও খেলেছেন। ছবি: সংগৃহীত