অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ জয়ে বাঁধভাঙা উল্লাস
দুই ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় করেছে টাইগাররা। একের পর এক ইতিহাস গড়ে যাচ্ছে বাংলাদেশ। এমন ঐতিহাসিক জয়ে সবাই আনন্দিত।
-
সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিতেই এই ফরমেটে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারানোর স্বাদ পেয়েছিল টাইগাররা। সেই ইতিহাসের পাতায় নতুন রেকর্ড যোগ হয় টানা দ্বিতীয় জয়ে। ছবি: সংগৃহীত
-
শুক্রবার মিরপুরে অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে টানা তৃতীয় জয় পেয়েছে ঘরের মাঠের বাংলাদেশ। সেটাও আবার যেনতেনভাবে নয়। নিজেদের ইতিহাসের সবচেয়ে কম রান ডিফেন্ড করে। ছবি: সংগৃহীত
-
অস্ট্রেলিয়ার জয়ের লক্ষ্য ছিল ১২৮ রানের। শ্বাসরুদ্ধকর এক লড়াই গড়িয়েছে শেষ ওভার পর্যন্ত। ওই ওভারে অস্ট্রেলিয়ার দরকার পড়ে ২২ রান। তরুণ মাহেদি হাসান ওভারের প্রথম বলেই ছক্কা হজম করে বসলে শঙ্কা ভর করে টাইগার শিবিরে। ছবি: সংগৃহীত
-
টাইগারদের জয়ে আনন্দিত বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। ছবি: সংগৃহীত
-
সিরিজ জয়ের জন্য প্রাণপণে লড়েছেন টাইগাররা। ছবি: সংগৃহীত
-
এভাবেই তারা আনন্দ উদযাপন করেছেন। ছবি: সংগৃহীত