নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট
বাংলাদেশ ক্রিকেট দল প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়লো। এতদিন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে সাতটি ওয়ানডে জিতলেও, সিরিজ জিততে পারেনি বাংলাদেশ।
-
২০১০ সালে সবশেষ আইসিসি বোলিং র্যাংকিংয়ের শীর্ষ দুইয়ে দেখা গিয়েছিল কোনো বাংলাদেশির নাম। সেবার র্যাংকিংয়ের দুই নম্বরে উঠেছিলেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। তার প্রায় এক যুগ পর এবার ২০২১ সালে এসে র্যাংকিংয়ের দুই নম্বরে উঠলেন ডানহাতি অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
-
ঠিক আগের ম্যাচেরই পুনরাবৃত্তি যেন। প্রথম ম্যাচে ব্যাট হাতে ৮৪ রান করেছিলেন মুশফিক। বল হাতে ৪ উইকেট নিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে উঠলেন দুজনই। ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন মুশফিকুর রহীম। ম্যাচের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ছিলেন মিরাজ। ছবি: সংগৃহীত
-
প্রথম ম্যাচেও বল হাতে দুর্নিবার হয়ে উঠেছিলেন অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। এবার তার ঘূর্ণির সঙ্গে যুক্ত হয়েছে সাকিব আল হাসানের অর্থোডক্স ঘূর্ণি। ছবি: সংগৃহীত
-
শুধু লঙ্কানদের বিপক্ষে সিরিজ জেতাই নয়, দ্বিতীয় ম্যাচটি জিতে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলেও শীর্ষে উঠে গেলো বাংলাদেশ। যেখানে ৮ ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ৫০ পয়েন্ট। ইংল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার রয়েছে ৪০টি করে পয়েন্ট। শেষ ম্যাচ জিতলে তাদের সঙ্গে ব্যবধান আরও বাড়াতে পারবে বাংলাদেশ। ছবি: সংগৃহীত
-
দ্বিতীয় দফা বিরতির পর সেঞ্চুরিতে পৌঁছতে একদমই সময় নেননি মুশফিক। চামিরার করা ৪৫তম ওভারের দ্বিতীয় বলে ফাইন লেগ দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে তিন অঙ্কে পৌঁছান তিনি। ছবি: সংগৃহীত