ব্যাঙ্গালুরুর যে ৫ খেলোয়াড়ের দিকে নজর থাকবে দর্শকদের
করোনার ভয়াবহতার মাঝে শুরু হচ্ছে ক্রিকেটের অন্যতম আসর আইপিএল। বেশ কয়েকটি দল এবারও অংশগ্রহণ করবে। এবার জেনে নিন আইপিএলে ব্যাঙ্গালুরুর যে ৫ খেলোয়াড়ের দিকে নজর থাকবে দর্শকদের।
-
বিরাট কোহলি: আজ পর্যন্ত শেষ ১৪ বছরে ট্রফির মুখ দেখতে না পারা আরসিবি (রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু) এবার চাইবে ভাগ্যের চাকা ঘোরাতে। ক্যাপ্টেন কোহলির দিকেই শুধু নজর থাকবে না এবার। তিনি ছাড়াও আর চার ক্রিকেটারের দিকে থাকবে চোখ। তারা হলেন গ্লেন ম্যাক্সওয়েল, কাইল জেমিসন, মহম্মদ আজহারউদ্দিন এবং ওয়াশিংটন সুন্দর। বিরাট কোহলি কিন্তু আগেই ইঙ্গিত দিয়েছেন যে, এই মৌসুমে তিনি আইপিএলে ওপেন করবেন। ছবি: সংগৃহীত
-
গ্লেন ম্যাক্সওয়েল: তিনি গত মৌসুমে নিরাশ করেছেন তার ফ্যানেদের। অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান একটি ছয়ও মারতে পারেননি। ম্যাড-ম্যাক্স শো ছিল বন্ধ। ১৩ ম্যাচ খেলা অজি ক্রিকেটারের ব্যাট থেকে এসেছিল মাত্র ১০৮ রান। এখন দেখার ১৪ কোটি ২৫ লাখ টাকার ক্রিকেটার এই মৌসুমে কী করতে পারেন। ছবি: সংগৃহীত
-
কাইল জেমিসন: রয়েছেন আলোচনায়। ক্রিস মরিসকে বাদ দিয়ে আরসিবি দলে সাড়ে ১৫ কোটি টাকায় দলে নিয়েছে কিউয়ি পেসারকে। কিন্তু নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি খেলার সময় ডেথ ওভারে তিনি রীতিমতো হোঁচট খেয়েছেন। এখন প্রশ্ন আরসিবির কাছে জেমিসন এই মৌসুমে আর্শীবাদ না অভিশাপ হয়ে ধরা দেবেন! আগুনে গতির পাশাপাশি লোয়ার অর্ডারে চালিয়ে খেলার সুনামও রয়েছে জেমিসনের। ছবি: সংগৃহীত
-
মোহম্মদ আজহার উদ্দিন: তাকে নিয়ে চলতি মৌসুম শুরুর আগে প্রচুর আলোচনা হয়েছে। কেরালার এই উইকেটকিপার-ব্যাটসম্যান সাইদ মুস্তাক আলি ট্রফিতে ৩৭ বলে সেঞ্চুরি করার পরেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন। গোটা টুর্নামেন্টেই তিনি ছিলেন দারুণ ফর্মে। বিধ্বংসী ব্যাটসম্যান ৫ ইনিংসে করেছিলেন ২১৪ রান। বিরাট ভক্ত আজহারউদ্দিন এবার বিরাটেক টিমেই খেলবেন। ২০ লাখ টাকায় তাকে দলে নেয় আরসিবি। ছবি: সংগৃহীত
-
ওয়াসিংটন সুন্দর: কিন্তু এবার অন্য ক্রিকেটার। অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস লেখা ভারতীয় টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলেই ছাপ রাখেন সুন্দর। আর অশ্বিন চোটের জন্য ছিটকে যাওয়ায় ওয়াশিংটনের কপাল খুলে যায়। টিম ম্যানেজমেন্টকে নিরাশ করেননি ২১ বছরের চেন্নাইয়ের অলরাউন্ডার। হাত ঘুরিয়ে চার উইকেট তুলে নেওয়ার পাশাপাশি ওয়াশিংটন দলের প্রয়োজনে জ্বলে ওঠেন। ব্যাট হাতে অনন্য ৬২ রান করেন তিনি। ছবি: সংগৃহীত