মঈন আলি ছাড়াও যেসব ক্রিকেটার মদের বিজ্ঞাপনে রাজি হননি
ক্রিকেটার মঈন আলিকে নিয়ে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন টুইট করার পর নতুন করে আলোচনায় চলে এসেছে ক্রিকেটারদের মদের বিজ্ঞাপন এড়িয়ে যাওয়ার বিষয়টি। এবার জেনে নিন মঈন আলি ছাড়া আরও যেসব ক্রিকেটার মদের বিজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন।
-
রশিদ খান অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলার সময় অ্যালকোহল ব্র্যান্ড ওয়েস্ট এন্ডের বিজ্ঞাপন করতে চাননি ২০১৭ সালে। ছবি: সংগৃহীত
-
ইমাদ ওয়াসিম ২০১৬ সালে জামাইকা তালওয়াহসের হয়ে সিপিএল খেলার সময় অ্যাপলটন এস্টেটের লোগো দেয়া জার্সি পরতে চাননি। ছবি: সংগৃহীত
-
আজহার আলি ২০১৯ সালে সমারসেটের হয়ে খেলার সময় বিয়ার প্রস্তুতকারক সংস্থা ট্রিবিউট আলের লোগো দেয়া জার্সি পরতে চাননি। ছবি: সংগৃহীত
-
ফাহিম আশরাফ ২০১৯ সালে নর্দ্যাম্পটনশায়ারের হয়ে খেলার সময় বিয়ার প্রস্তুতকারক সংস্থা ইন্ডিয়ান পেল আলের লোগো দেয়া জার্সি পরতে রাজি হননি। ছবি: সংগৃহীত
-
হাশিম আমলা দক্ষিণ আফ্রিকার জার্সিতে বিয়ার প্রস্তুতকারক সংস্থা ক্যাসেল লেজারের লোগো দেওয়া জার্সি গায়ে দেননি। ছবি: সংগৃহীত
-
শচিন টেন্ডুলকার তামাকজাত কোম্পানির প্রস্তাব ফিরিয়ে দেন। ৯৬ সালে সেই সংস্থা চেয়েছিল শচীন তার ব্যাটে কোম্পানির লোগো ব্যবহার করুক। ছবি: সংগৃহীত
-
মঈন আলি চেন্নাই সুপার কিংস-এর (সিএসকে) জার্সি থেকে মদের বিজ্ঞাপনের লোগো সরানোর দাবি জানান। ছবি: সংগৃহীত