কোহলির সংগ্রহে সবচেয়ে দামি জিনিস কোনটি?
ভারতীয় জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি। ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যান হিসাবে তার নাম উজ্জ্বল হয়ে থাকবে। জেনে নিন বিরাটের সংগ্রহের সবচেয়ে দামি জিনিস কোনটি?
-
রোলেক্স ডেটোনা রেনবো এভারোজ গোল্ড: এটি বিরাটের পছন্দের হাতঘড়ি। ৫৬টি ছোট হিরার টুকরো দিয়ে সাজানো হয়েছে ঘড়িটি। সঙ্গে ঘড়ির ডায়াল এবং বেল্ট তৈরি হয়েছে সোনা দিয়ে। ছবি: সংগৃহীত
-
এই ঘড়িটির দাম প্রায় ৭০ লাখ টাকা। অনেক সময়ই মাঠে খেলার সময় এই ঘড়িটি বিরাটের হাতে দেখা যায়। ছবি: সংগৃহীত
-
অডি গাড়ি: ব্যাটে যেমন ঝড় তোলেন বিরাট, মাঠের বাইরেও গতিতে ছুটতে ভালোবাসেন। তাই তিনি দ্রæত গতিতে ছুটে চলা গাড়িতে চড়তেই পছন্দ করেন। তার সবচেয়ে দামি গাড়িটি হলো অডি আরএস৫। ছবি: সংগৃহীত
-
১ কোটি ১০ লাখ টাকার গাড়ি এটি। মাত্র ৩-৯ সেকেন্ডে ঘণ্টায় শূন্য থেকে ১০০ কিলোমিটার গতিবেগে ছুটতে পারে গাড়িটি। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৫০ কিলোমিটার। ছবি: সংগৃহীত
-
অডি এ৮এল ডব্লিউ১২ কোয়াট্রো: বিরাটের গ্যারেজে একটি মাত্র অডি নেই। গ্যারাজে একাধিক অডি রয়েছে তার। যার মধ্যে দ্বিতীয়টি হলো অডি এ৮এল ডবিøউ১২ কোয়াট্রো। ছবি: সংগৃহীত
-
১ কোটি ৮৭ লাখ টাকায় গাড়িটি কিনেছিলেন তিনি। বাজারে অডির নতুন মডেল আসা মাত্রই তা বিরাটের গ্যারাজের চলে আসে। অডির সঙ্গে তার প্রেম এতটাই। ছবি: সংগৃহীত
-
অডি আর৮ ভি১০ প্লাস: বিরাটের সংগ্রহের সবচেয়ে দামি গাড়ি এটি। একটি গাড়িতে যা যা সুযোগ সুবিধা থাকা সম্ভব বিরাটের এই গাড়িতে সেগুলোর সবই রয়েছে। এর দাম ২ কোটি ৭২ লাখ টাকা। ছবি: সংগৃহীত
-
বিরাটের কাছে এখন পর্যন্ত সবচেয়ে দামি কোন জিনিসটি জানেন? তার স্বপ্নের বাড়ি। বিরাটের একাধিক ফ্ল্যাট রয়েছে। তার মধ্যে ভারতের গুরুগ্রামের বাড়িটিই এখন পর্যন্ত সবচেয়ে দামি। এর মূল্য ৮০ কোটি টাকা। ছবি: সংগৃহীত
-
সাড়ে ৪ হাজার বর্গফুটের ওই বাড়ি কোনো প্রাসাদের থেকে কম নয়। আধুনিকতম অন্দরমহলে আভিজাত্যের ছাপ স্পষ্ট। ছবি: সংগৃহীত
-
অনুশকা শর্মার সঙ্গে বিয়ের পর পরই তিনি এই বাড়িটি কিনেছিলেন। সময় পেলেই বিরাট এবং অনুশকা গুরুগ্রামের এই বাড়িতে এসে ওঠেন। ছবি: সংগৃহীত