২০২০ সালের আইপিএলে সবচেয়ে বেশি উপার্জন করেছেন যারা
আইপিএলের আসর মানেই মোটা অঙ্কের পারিশ্রমিক। অনেকেই জানতে চান কোন কোন ক্রিকেটার ছিলেন উপার্জনের তালিকার প্রথম দিকে। জেনে নিন সেই ১০ ক্রিকেটারের নাম, যারা ২০২০ সালের আইপিএলে উপার্জনের ক্রমানুসারে প্রথম ১০ স্থানে রয়েছেন।
-
পারফরম্যান্সের দিক দিয়ে আইপিএলে অন্যতম সফল ব্যাটসম্যান ছিলেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। ভারতীয় মুদ্রার ১০ কোটি ৭৫ লাখ রুপি পারিশ্রমিক পেয়ে ম্যাক্সওয়েল রয়েছেন এবারের আইপিএল ধনী ক্রিকেটারদের তালিকার দশম স্থানে।
-
ম্যাক্সওয়েলের থেকে ৪ কোটি রুপি কম পারিশ্রমিক পেয়ে তালিকার নবম স্থানে আছেন হার্দিক পান্ডে। ভারতীয় এই অলরাউন্ডার মুম্বাই ইন্ডিয়ান্সের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তিনি এবার আইপিএল থেকে পারিশ্রমিক পেয়েছেন ১১ কোটি রুপি।
-
পান্ডের সমান অঙ্কের পারিশ্রমিক পেয়ে তালিকার নবম স্থানে আছেন লোকেশ রাহুলও। গত কয়েক বছর তিনি খেলছেন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে। ২০২০ সালে তারও পারিশ্রমিক ১১ কোটি রুপি।
-
একই পারিশ্রমিক নিয়ে তালিকার নবম স্থানের অধিকারী তৃতীয় ক্রিকেটার হলেন মনীশ পান্ডে। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলে এই ক্রিকেটার ২০২০ আইপিএল থেকে উপার্জন করেছেন ১১ কোটি রুপি। হায়দরাবদের আগে এই টপ অর্ডার ব্যাটসম্যান খেলতেন কেকেআর-এর হয়ে।
-
দক্ষিণ আফ্রিকার এবি ডি-ভিলিয়ার্স সীমিত ওভারের ক্রিকেটে আক্রমণাত্মক ব্যাটসম্যান হিসেবে পরিচিত। দেড় দশকের ক্যারিয়ারে তিনি ৩ বার একদিনের ক্রিকেটে ‘আইসিসি প্লেয়ার অব দ্য ইয়ার’ হয়েছেন। আইপিএলের সফল ক্রিকেটারদের মধ্যেও তিনি অন্যতম। এ বছর তিনি খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। এ বছর আইপিএলে তার পারিশ্রমিক ছিল ভারতীয় মুদ্রার ১১ রুপি। তিনি এ বছরের আইপিএল-ধনী তালিকার নবম স্থানের চতুর্থ ক্রিকেটার।
-
এ বছরের আইপিএল প্রতিযোগিতায় উপার্জনের দিক দিয়ে নবম স্থানে চার জন ক্রিকেটার থাকায় ৯ থেকে ৬ অবধি থাকছেন ৪ জন ক্রিকেটার। ফলে সাড়ে ১২ কোটি টাকা উপার্জন করে তালিকার পঞ্চম ক্রিকেটারের নাম স্টিভ স্মিথ। প্রাক্তন অস্ট্রেলীয় এই অধিনায়ক আইপিএলে রাজস্থান রয়্যালসের নির্ভরযোগ্য ক্রিকেটার।
-
স্মিথের সমান পারিশ্রমিক পেয়ে তালিকার চতুর্থ স্থানে আছেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার এই হার্ড হিটিং ওপেনার আইপিএলে খেলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে।
-
আইপিএল ২০২০ সাল থেকে ধনী ক্রিকেটারদের মধ্যে প্রথম তৃতীয় স্থানে আছেন শুধুই ভারতীয় ক্রিকেটাররা। ভারতীয় মুদ্রার ১৫ কোটি রুপি পারিশ্রমিক পেয়ে তৃতীয় ধনী ক্রিকেটার রোহিত শর্মা। মুম্বাই ইন্ডিয়ান্সের নির্ভরযোগ্য ক্রিকেটার রোহিতকে বলা হয় ‘আইপিএল-এর অন্যতম সেরা অধিনায়ক’। তিনি ডেকান চার্জার্স-এর হয়েও আইপিএলে খেলেছেন।
-
রোহিতের সমান উপার্জন করেছেন মহেন্দ্র সিংহ ধোনি। প্রাক্তন ভারত অধিনায়ক আছেন এই তালিকার দ্বিতীয় স্থানে। ক্যাপ্টেন কুল-এর অধিনায়কত্বে ২০১০, ২০১১ এবং ২০১৮ সালের এই তিন বছর আইপিএলজয়ী হয় চেন্নাই সুপার কিংস। এ ছাড়াও তিনি রাইজিং পুণে সুপারজায়ান্টের হয়ে খেলেছেন আইপিএল-এ।
-
রোহিত শর্মা এবং ধোনির তুলনায় আইপিএল ২০২০ সাল থেকে ২ কোটি টাকা বেশি উপার্জন করেছেন বিরাট কোহালি। ১৭ কোটি রুপি পারিশ্রমিক পেয়ে তালিকার প্রথম স্থানে আছেন ভারত অধিনায়ক। চলতি বছরের আইপিএল থেকে ধনীতম ক্রিকেটার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোহালিই। ২০১৯ সালে সুরেশ রায়নার পরে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলে ৫ হাজার রান সম্পূর্ণ করেন তিনি।