কেমন হতে পারে আজ নাইটদের সম্ভাব্য একাদশ?
৭ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে কলকাতা রয়েছে চার নম্বরে। অন্য দিকে সমসংখ্যক ম্যাচ খেলে মুম্বই ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে। গত ম্যাচে ব্যাঙ্গালোরের কাছে ৮২ রানে হার বেশ চিন্তায় রাখবে নাইটদের। চারবারের আইপিএল বিজয়ীদের বিরুদ্ধে কেমন দল চাইবেন কার্তিক? ফিরিয়ে আনবেন বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠা নারাইনকে? না কি তার দলে হবে অন্য কোনও পরিবর্তন, তা জেনে নিন।
-
শুভমান গিল: দুরন্ত ফর্মে রয়েছেন পাঞ্জাবের ছেলে। ওপেনিংয়ে তাকে পরিবর্তন করতে চাইবেন না কার্তিক। চলতি টুর্নামেন্টে নাইটদের হয়ে এখনও অবধি সবচেয়ে বেশি রান এসেছে তার ব্যাট থেকেই। ৭ ম্যাচে ২৫৪ রান করে ফেলেছেন তিনি।
-
রাহুল ত্রিপাঠি: গত ম্যাচে ওপেন করতে নামেননি। কলকাতাকে ভুগতেও হয়েছিল শুরুতে। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে শুভমানের সঙ্গী হিসেবেই দেখতে চাইবেন কলকাতাভক্তরা।
-
নীতীশ রানা: তিন নম্বরে এই দলে তিনিই সেরা। বল হাতে তাকে দেখা না গেলেও ব্যাটসম্যান নীতীশ ফর্মে আছেন। ৭ ম্যাচে তিনি করেছেন ১৫০।
-
ইয়ন মর্গ্যান: গত ম্যাচে ব্যর্থ হলেও মিডল অর্ডারে তিনি দলের অন্যতম ভরসা। দ্রæত রান তোলা হোক বা উইকেট আটকে রাখা, তার ওপর ভরসা করাই যায়। নিয়মিত রান পেয়েছেন আগের ম্যাচগুলোতে। মুম্বাইয়ের বিরুদ্ধে তিনি কি পারবেন এবারের টুর্নামেন্টে নিজের প্রথম হাফ সেঞ্চুরিটা করতে?
-
দীনেশ কার্তিক: তার ব্যাটে রান দেখে নিশ্চিন্ত হয়েছিল কলকাতা। গত ম্যাচে ফের ব্যর্থতা কপালে ভাঁজ ফেলতে বাধ্য। এ বারের টুর্নামেন্ট ব্যাটসম্যান কার্তিকের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন নয়। ৭ ম্যাচে মাত্র ১০৮ রান, গড় ১৫.৪২।
-
আন্দ্রে রাসেল: কাঁধের চোট চিন্তায় রাখলেও গত ম্যাচে তাকে খেলতে দেখা গিয়েছে। মুম্বাইয়ের বিরুদ্ধেও ক্যারিবিয়ান অলরাউন্ডারকে দলে চাইবেন কার্তিক। ব্যাট হাতে তিনি জ্বলে উঠলে শেষের দিকের ওভারে বেশ কিছুটা স্বস্তি পাবে কেকেআর।
-
সুনীল নারাইন: গত ম্যাচে তাকে দেখা যায়নি। প্রশ্ন উঠেছে তার বোলিং অ্যাকশন নিয়েও। তবে তার মতো কৃপণ বোলারকে ড্রেসিংরুমে নয় মাঠেই দেখতে চাইবে কলকাতা ফ্যানেরা।
-
প্যাট কামিন্স: এখনও অবধি তার ঝুলিতে মাত্র দুই উইকেট। দলের প্রধান বোলারের থেকে আরও বেশি উইকেট আশা করতেই পারেন নাইটরা। টুর্নামেন্টে সেরাদের হারাতে গেলে তাকে ফর্মে ফিরতেই হবে।
-
কমলেশ নাগরকোটি: গতবার তাকে না খেলাতে পারলেও ছেড়ে দেয়নি কেকেআর। এই মৌসুমে ফল পাচ্ছে তারা। ৬ ম্যাচে ৪ উইকেট নিয়ে আশা জাগাচ্ছেন ভারতীয় ক্রিকেটেও।
-
প্রসিদ্ধ কৃষ্ণ: ২ ম্যাচে ৪ উইকেট নিয়ে তিনি এখন কলকাতার অন্যতম ভরসা। পিছনে ফেলে দিয়েছেন শিবম মাভিকে। আজকের ম্যাচেও তার ওপরেই ভরসা রাখবেন কার্তিক।
-
বরুণ চক্রবর্তী: বিস্ময় স্পিনারের ভেল্কিতে দলের বাইরে থাকতে হচ্ছে কুলদিপ যাদবকেও। ৬ ম্যাচে ৫ উইকেট নিয়ে তার স্পিনের যাদু বিস্তার করেছেন আইপিএলে। আবু ধাবির মাঠে তার ঘূর্ণিতে মুম্বাইকে কি বিপাকে ফেলতে পারবে নাইটরা?