দেখে নিন নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ
পয়েন্টের দিক থেকে দু’দলই এক জায়গায় দাঁড়িয়ে। কার্তিকদের মতো কোহলিরাও ৬ ম্যাচ খেলে চারটে জিতেছে। দু’দলেরই পয়েন্ট ৮। নেট রান রেটে এগিয়ে থাকায় অবশ্য ব্যাঙ্গালোরের থেকে এক ধাপ উপরে রয়েছে কলকাতা। প্লে অফের দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে শারজায় আজ মুখোমুখি হচ্ছে দু’দল। কেমন হতে পারে কলকাতার প্রথম একাদশ তা জেনে নিন।
-
শুভমান গিল: ভালো ফর্মে রয়েছেন এই তরুণ ডানহাতি। ওপেনিংয়ে নির্ভরতা দিচ্ছে তার ব্যাট। আজও তিনিই ওপেন করবেন। মৌসুমে দু’টি হাফ সেঞ্চুরিসহ ২২০ রান করে ফেলেছেন তিনি। তার সর্বোচ্চ রান অপরাজিত ৭০।
-
রাহুল ত্রিপাঠি: পছন্দের ওপেনিংয়ে নেমে ম্যাচ জেতানো ইনিংসে খেলেছিলেন রাহুল। পরের ম্যাচে ব্যর্থ হলেও আজ তার ব্যাটের দিকে তাকিয়ে নাইটরা।
-
নীতীশ রানা: দিল্লির এই অলরাউন্ডারকে এবার বল হাতে বিশেষ চোখে পড়েনি। তবে ব্যাটসম্যান নীতীশ তিন নম্বরে নেমে দলকে আশ্বস্ত করেছেন। এই মৌসুমে ১৪৫-এর উপর স্ট্রাইক রেট রয়েছে দিল্লির এই বাঁ-হাতির।
-
দীনেশ কার্তিক: প্রথম কয়েক ম্যাচে রান পাননি নাইট অধিনায়ক। চাপ বাড়ছিল তার অধিনায়কত্ব নিয়েও। কিন্তু শেষ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে সমালোচকদের মুখ বন্ধ করেছেন ডিকে।
-
ইয়ন মর্গ্যান: হাফ সেঞ্চুরি না করলেও এ মৌসুমে ইংরেজ অধিনায়কের গড় প্রায় ৪২। মর্গ্যান কত নম্বরে নামবেন তা নিয়ে প্রথম থেকেই নানা মুনির নানা মত। আজও তার ব্যাটিং অর্ডারের দিকে নজর থাকবে সমর্থকদের।
-
আন্দ্রে রাসেল: বল হাতে চমক দেখালেও ব্যাট হাতে এখনো স্বমেজাজে দেখা যায়নি ক্যারিবিয়ান অলরাউন্ডারকে। তার উপর চিন্তা বাড়িয়েছে রাসেলের কাঁধের চোট। আজ তার খেলা নিয়ে রয়েছে প্রবল সংশয়। তিনি না খেললে খেলানো হতে পারে ইংল্যান্ডের মারকুটে ব্যাটসম্যান টম ব্যান্টনকে।
-
সুনীল নারাইন: শেষ ম্যাচে ম্যাক্সওয়েলকে আটকে ম্যাচ জেতালেও, তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় চাপে নাইট রাইডার্স শিবির। এখনও অবধি ছ’ম্যাচে পাঁচটি উইকেট নিলেও ব্যাট হাতে ব্যর্থ তিনি।
-
প্যাট কামিন্স: তিনি ফর্মে থাকলে বিপক্ষের ব্যাটসম্যানদের ঘুম উড়িয়ে দিতে পারেন। সে প্রমাণ তিনি ইতিমধ্যেই দিয়েছেন। কিন্তু বল হাতে তাকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আঝ কোহলিদের থামাতে কার্তিকের মূল অস্ত্র হতে পারেন তিনি।
-
কমলেশ নাগরকোটি: চোটের জন্য গত মরসুমে খেলতে না পারলেও তাকে ছেড়ে দেয়নি শাহরুখের দল। এই মৌসুমে ভালো বল করে নাইট শিবিরের আস্থার মর্যাদা রাখছেন তিনি।
-
শিবম মাভি: দলের তরুণ পেসার। চলতি মৌসুমে এখনো অবধি নিয়েছেন পাঁচ উইকেট।
-
বরুণ চক্রবর্তী: প্রায় চার কোটি টাকায় তামিলনাড়–র এই স্পিনারকে এ বছর কিনেছে নাইটরা। এখন অবধি এই স্পিনার বল হাতে ভালই ভেল্কি দেখিয়েছেন। মৌসুমে পাঁচ উইকেট নেয়া বিস্ময় স্পিনার ওভার প্রতি রান দিয়েছেন ৮-এরও কম।