তীব্র গরমের মাঝেও আবুধাবিতে কেকেআরের প্রস্তুতি
তীব্র দাবদাহকে উপেক্ষা করে আবু ধাবিতে জোরকদমে চলছে কলকাতা নাইট রাইডার্সের প্রস্তুতি। ছবিতে দেখুন ছবি সেই প্রস্তুতি পর্ব।
-
১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে ত্রয়োদশ আইপিএল। ২৩ সেপ্টেম্বর মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। তার আগে আবু ধাবি স্টেডিয়ামে জোরকদমে শুরু হয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের প্রস্তুতি শিবির।
-
নেটে পুরোদস্তুর ব্যাটিং করছেন অধিনায়ক দীনেশ কার্তিক। দলের ব্যাটিং অনেকটাই দাঁড়িয়ে রয়েছে তার পারফরম্যান্সের ওপর।
-
গত আইপিএলে বল হাতে নজর কেড়েছিলেন কর্নাটকের প্রসিদ্ধ কৃষ্ণ।
-
শাহরুখ খানের দলের অন্যতম সেরা ভরসা চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। আবু ধাবিতে বোলিং প্রস্তুুতিতে মগ্ন।
-
প্রায় ৬ মাস ক্রিকেটের বাইরে কাটাতে হয়েছে সকলকে। ছন্দে ফেরার মরিয়া লড়াই শুরু হয়ে গিয়েছে সন্দীপ ওয়ারিয়রের।
-
পৃথ্বী শয়ের নেতৃত্বে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন পেসার কমলেশ নাগরকোটি। গত আইপিএলে চোটের জন্য মাঠে নামতে পারেননি। এবার নিজের সেরাটা দিতে মরিয়া।
-
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নাগরকোটির বলের গতি দেখে মুগ্ধ হয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। তিনি ট্যুইট করে দরাজ সার্টিফিকেট দেন ডানহাতি পেসারকে।
-
হিথ স্ট্রিককে সরিয়ে এবার নাইটদের বোলিং কোচ করা হয়েছে নিউজিল্যান্ডের প্রাক্তন পেসার কাইল মিলসকে। পেসারদের প্রস্তুতির খুঁটিনাটি সমস্ত বিষয় তত্ত্বাবধান করছেন প্রাক্তন কিউয়ি তারকা।
-
সংযুক্ত আরব আমিরতে তীব্র গরম আর শুকনো পিচে কুলদীপের স্পিনের ভেল্কি দলের অন্যতম প্রধান সম্পদ হবে বলে ধারণা বিশেষজ্ঞদের।
-
নাগরকোটির মতোই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী পৃথ্বীর দলের অন্যতম সফল ক্রিকেটার, পেসার-অলরাউন্ডার শিবম মাভি। প্র্যাক্টিসে বল হাতে নজর কেড়ে নিচ্ছেন সকলের।
-
তৃতীয় আইপিএল ট্রফি জয়ের লক্ষ্যে নামছে নাইট-বাহিনী। অধিনায়ক কার্তিকের অন্যতম ভরসা দলের তরুণ ব্রিগেড। প্র্যাক্টিসের ফাঁকে আলোচনায় ব্যস্ত নাইট-নেতা।
-
দলের দ্বিতীয় উইকেটকিপার নিখিল নায়েকের সঙ্গে প্র্যাক্টিসের ফাকে কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ার।