ক্রিকেট থেকে ধোনির অবসর নিতে চাওয়ার ১০ কারণ
বছর শেষেই হয়তো অবসরে যাবেন মহেন্দ্র সিং ধোনি। জেনে নিন তিনি অবসরে যাওয়ার ১০ কারণ।
-
জাতীয় দলের জার্সিতে নেই। স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন। তবুও মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে ক্রিকেট বিশ্বে আলোচনার খামতি নেই। সতীর্থ থেকে প্রাক্তন ক্রিকেটার, ক্রিকেট বিশেষজ্ঞ সকলেই ধোনিকে নিয়ে নিজস্ব মতামত রাখছেন ইদানীং।
-
ধোনি জাতীয় দলের জার্সিতে প্রায় এক বছর খেলেননি। একাধিকবার অবসরের কথা উঠলেও ধোনি সেপথে হাঁটেননি।
-
দেশ ও বিদেশের মাটিতে পরপর সিরিজে অনুপস্থিত থেকেছেন তিনি। জাতীয় দলের জার্সিতে ছয় মাস না খেলায় কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছেন।
-
নির্বাচকরা একাধিকবার ভবিষ্যতের কথা বললেও ধোনি জাতীয় দলে ফিরতে চান। আইপিএলে পারফর্ম করেই ফের টিম ইন্ডিয়ায় ফিরতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন তিনি।
-
আইপিএল বন্ধ হয়ে যাওয়ায় ধোনির আন্তর্জাতিক ক্রিকেটে ইতি পরে গিয়েছে। এমনটা বলে দিয়েছেন খোদ হরভজন সিং।
-
সুনীল গাভাসকার, কপিল দেবরাও জানিয়েছেন, ধোনির প্রত্যাবর্তন ঘটানো বেশ কঠিন এমন অবস্থায়।
-
আসন্ন বিশ্বকাপে খেলার মানসিক প্রস্তুতিও সারা ছিল। তবে এর মধ্যেই করোনা পরিস্থিতিতে আইপিএল পিছিয়ে দেয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য।
-
লকডাউনেও ধোনি একাধিকবার শিরোনামে উঠেছেন। কখনও মহাতারকাকে দেখা গিয়েছে না কামানো পরিপক্ক চুল দাড়ি নিয়ে বাড়িতে মেয়ে জিভার সঙ্গে খেলছেন।
-
ধোনি এখন নিজে কি সিদ্ধান্ত নেন, সেটাই দেখার।
-
কখনো দেখা গিয়েছে নিজের রাঁচির ফার্ম হাউসে জৈবিক চাষ করছেন তিনি। ট্রাক্টর চালাতেও দেখা যায় মাহিকে।
-
বিশ্বে প্রতিদিনই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গোটা বিশ্বে ইতিমধ্যেই কয়েক লক্ষ মানুষ মারা গিয়েছেন এই ভাইরাসের কবলে পড়ে। আক্রান্তের সংখ্যাও প্রতিদিন উত্তরোত্তর বাড়ছে। এমন অবস্থায় আইপিএল স্থগিত করে দেওয়ায় পিছিয়ে গিয়েছে ধোনির প্রত্যাবর্তনও।