কী সিদ্ধান্ত হয়েছে আইপিএল নিয়ে?
করোনার কারণে মার্চ-মে উইন্ডোতে আইপিএল স্থগিত হয়ে যায়। তবে এখন আবার নতুন আলোচনা হচ্ছে আইপিএল নিয়ে। জেনে নিন সে সম্পর্কে।
-
আইপিএল কবে হবে কারোর জানা নেই। তবে অক্টোবর-নভেম্বরে আইপিএল করতে চেষ্টা চালাচ্ছে বিসিসিআই।
-
ভারতীয় বোর্ডের একটি মহলের দাবি, অক্টোবরে যদি টুর্নামেন্ট হয় তাহলে তা শুধুমাত্র একটি শহরে করা হোক। সেই শহর হল মুম্বাই।
-
তবে শর্ত একটাই অক্টোবরের আগে গোটা দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা। তবেই নির্ভর করছে দেশের মাটিতে আইপিএল হওয়া।
-
ভারতের মধ্যে মহারাষ্ট্রে করোনার প্রভাব সবচেয়ে বেশি। তা স্বত্ত্বেও মুম্বাইকে আইপিএলের জন্য বেছে নেয়া হচ্ছে কারণ এখানে চারটি ফ্লাডলাইট স্টেডিয়াম রয়েছে।
-
ওয়াংখেড়ে, ব্র্যাবোর্ন, ডিওয়াই পাটিল এবং ঘানসোলিতে রিলায়েন্সের স্টেডিয়াম তৈরি। জীবনের সুরক্ষা পদ্ধতি মেনে ফাঁকা স্টেডিয়ামে পুরো টুর্নামেন্ট হলে কেন্দ্র হিসেবে মুম্বাই কিন্তু আদর্শ হতে পারে!