আফ্রিদি করোনা থেকে সুস্থ হয়ে প্রথমে যে কাজ করবেন
করোনায় আক্রান্ত হয়েছেন পাক ক্রিকেট তারকা শহিদ আফ্রিদি। আক্রান্ত হয়েও তার মনোবল অটুট। সুস্থ হয়েই প্রথমে কোন কাজ করবেন, তা জানিয়ে দিলেন করোনা আক্রান্ত আফ্রিদি।
-
শহিদ আফ্রিদিকে কাবু করে ফেলেছে করোনাভাইরাস। তিনি আর লড়াই করতে পারছেন না। তার অবস্থা গুরুতর। এমনই খবর ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আফ্রিদি এমন গুজবের জবাব দিতে নিজেই একটি ভিডিও বার্তা দিয়েছেন।
-
আফ্রিদি জানিয়েছেন, তিনি এখন আগের থেকে ভালো আছেন। তিনি বলেছেন, করোনার সঙ্গে এখন মানুষকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজবের সঙ্গেও লড়তে হচ্ছে।
-
আফ্রিদি বলেছেন, সেরে উঠলে তিনি আবার সামাজিক কাজকর্মে ফিরে আসবেন। আবার তিনি দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াবেন আগের মতোই।
-
পাকিস্তানে করোনাভাইরাসের প্রকোপ বাড়ার পর থেকে আফ্রিদি মাঠে নেমে কাজ করছিলেন। আফ্রিদির ফাউন্ডেশন পাকিস্তান ও বালুচিস্তানের বিস্তীর্ণ অঞ্চলে ত্রাণ বিলি করেছিল।
-
পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছিল, পাক অধিকৃত কাশ্মীরে গিয়েই করোনায় আক্রান্ত হয়েছিলেন আফ্রিদি। এরপর পাক অলরাউন্ডার নিজেই সেই খবর দিয়েছিলেন।