ছবিতে দেখুন বিখ্যাত ক্রিকেটারদের হোটেল
জনপ্রিয় ক্রিকেটারা ২২ গজের জাদুকরই নয়। তাদের চেনা মাঠের বাইরেও তারা অন্যকাজেও তারা সফলতা অর্জন। এ কথা বলতে প্রথমেই মাথায় আসবে ক্রিকেটারদের রেস্তরাঁ বা হোটেল প্রীতি। সৌরভ গাঙ্গুলী থেকে শচীন টেন্ডুলকার, বিরাট কোহলিদের রেস্তরাঁগুলোর ছবি এবার দেখে নিন এবার।
-
দিল্লির আরকে পূরমে অবস্থিত বিরাটের এই রেস্তরাঁটির নাম নুয়েভা। নুয়েভা খুলতে না খুলতেই দিল্লির বহু মানুষের পছন্দের জায়গা হয়ে গিয়েছে। এই রেস্তরাঁর প্রধান শেফ দেশের নামকরা শেফ মাইকেল স্বামী।
-
মুম্বাইয়ের কোলাবা এলাকায় রেস্তরাঁ রয়েছে মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারের। শচীনের এই রেস্তরাঁর নাম ‘টেন্ডুলকারস’। ২০০২ সালে এই রেস্তরাঁ উদ্বোধন করেন শচীন। এই রেস্তরাঁর ব্যবসায় শচীনের পার্টনার শচীনের বন্ধু সঞ্জয় নারাঙ্গ। মাস্টার ব্লাস্টারের প্রিয় খাবারগুলোর জন্যও বহু মানুষ ভিড় করেন ‘টেন্ডুলকারস’-এ।
-
হোটেল ইন্ডাস্ট্রিতে পা রাখতে না রাখতেই নাম করে ফেলেছিলেন জহির খান। ২০০৪ সালে পুণের লুল্লানগরে নিজের প্রথম রেস্তরাঁ ‘জেডকেস’ উদ্বোধন করেন জহির। ২০১৩ সালে পুণেতেই ‘জাহির খানস ডাইন ফাইন’ নামে আর একটি রেস্তরাঁরও খোলেন এই ক্রিকেটার। এ ছাড়া ‘ব্যাঙ্কোয়েট ফয়্যার’ নামে একটি ব্যাঙ্কোয়েটও রয়েছে জহিরের।
-
তার বোলিংয়ের জাদুতে মুগ্ধ গোটা দুনিয়া। আর তার রেস্তরাঁর খাবারের ভক্ত রাজকোটের মানুষজন। কথা হচ্ছে রবীন্দ্র জাদেজার। ভারতীয় দলে পাকাপাকি ভাবে জায়গা করে নেওয়ার আগেই নিজের রেস্তরাঁ খুলে ফেলেছিলেন জাড্ডু। ১২ সংখ্যাটিকে লাকি মনে করেন জাডেজা। তাই নিজের রেস্তরাঁ ‘জাড্ডুস ফুড ফিল্ড’ উদ্বোধন করেছিলেন ২০১২ সালের ১২ ডিসেম্বর।
-
রেস্তরাঁর ব্যবসায় নেমেছিলেন বীরেন্দ্র সেহবাগও। দিল্লিতেই ‘সেহবাগজ ফেবারিটস’ বলে একটি ভেজিটেরিয়ান রেস্তরাঁও খুলেছিলেন সেহবাগ। তবে লোকসানের কারণে কিছু দিনের মধ্যেই তা বন্ধ করে দেন সেহবাগ।
-
এক সময়ে কলকাতাবাসীর অন্যতম প্রিয় রেস্তরাঁ হয়ে উঠেছিল সৌরভ গাঙ্গুলি ‘সৌরভস’। ২০০৪ সালে পার্ক স্ট্রিট চত্বরে এই রেস্তরাঁটি খোলেন প্রিন্স অব কলকাতা। তবে ২০১১ সালে রেস্তরাঁটি বন্ধও করে দেন সৌরভ।
-
ভারতকে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ এনে দিয়েছিলেন তিনি। তবে তারও তিন বছর আগে অর্থাৎ ১৯৮০ সালেই চন্ডীগড়ে নিজের রেস্তরাঁ ‘ক্যাপ্টেনস রিট্রিট’ খুলে ফেলেছিলেন কপিল দেব। পটনায় ‘কপিল দেব’জ ইলেভেনজ’ নামে আরও একটি রেস্তরাঁ আছে তার।
-
২০০২ সালে দিল্লিতে একটি ইতালিয়ান রেস্তরাঁ খোলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা। অজয়ের এই রেস্তরাঁর নাম ‘সেন্সো’। তবে শুধু অজয় নন। এই রেস্তরাঁর আর এক পার্টনার ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর নাতি দিবাকর শাস্ত্রী।
-
বেঙ্গালুরুতে রবিন উথাপ্পা এবং শ্রীসন্থ দু’জনের একটি ক্যাফে রয়েছে। সেই ক্যাফের নাম ‘ব্যাট অ্যান্ড বল ইন’।