যারা হলেন আইসিসির বর্ষসেরা টেস্ট দলের ক্রিকেটার
অস্ট্রেলিয়া ও ভারত টেস্টে গত বছর অসাধারণ পারফরম্যান্স করেছে দুই দল। তাদের পারফরম্যান্সকেই স্বীকৃতি দিয়ে বর্ষসেরা টেস্ট দলে ঘোষণা করল আইসিসি। দেখে নেয়া যাক কেমন হল আইসিসি-র সেই দল।
-
মায়াঙ্ক আগরওয়াল: ২০১৮-এর একেবারে শেষ দিকে, ২৬ ডিসেম্বর টেস্ট অভিষেক হয়েছিল এই ভারতীয় ওপেনারের। তারপর থেকে ৯টি টেস্টে ৬৭-এর উপর ব্যাটিং গড়ে ভারতের ওপেনিংয়ে ভরসা দিয়ে চলেছেন মায়াঙ্ক। আইসিসি-র দলেও ওপেন করবেন তিনিই।
-
টম লাথাম: তিনটি সেঞ্চুরিসহ এই বছরটা খুবই ভালো কেটেছে এই কিউয়ি ওপেনারের। নিউজিল্যান্ডকে বহু ক্ষেত্রে একাই রক্ষা করেছেন তিনি। দলে দ্বিতীয় ওপেনার হিসাবে তাকেই রেখেছে আইসিসি।
-
মার্নাস লাবুশানে: কনকাশান সাব থেকে একেবারে দলের সেরা ব্যাটসম্যান- মার্নাস লাবুশানের উত্থান সত্যিই চমকে দেয়ার মতোই। স্মিথের বদলি হিসাবে নামার আগে পর্যন্ত টেস্টে তার কোনো সেঞ্চুরিই ছিল না। তার পর থেকে শুধু রানই করে গিয়েছেন তিনি। ১৪ ম্যাচে ৬৩-এর বেশি গড়ে ইতিমধ্যেই ১৪৫৯ রান করে ফেলেছেন তিনি।
-
বিরাট কোহলি: ওয়ান ডে-র মতো আইসিসির বর্ষসেরা টেস্ট দলেরও অধিনায়ক বিরাট কোহলি। টেস্টে ইতিমধ্যেই ২৭ সেঞ্চুরি করে ফেলেছেন বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। টেস্টে গড় প্রায় ৫৫। এই দলের চার নম্বরে থাকছেন তিনি।
-
স্টিভ স্মিথ: বিরাটের পরই থাকছেন এই অজি ডানহাতি। টেস্টে অনেকেই স্মিথকে বিশ্বের সেরা ব্যাটসম্যানের তকমা দেন। ৬৩ গড়ে সাত হাজারেরও বেশি রান করা স্মিথের রয়েছে ২৬টি সেঞ্চুরি।
-
বেন স্টোকস: ওয়ান ডে-র মতো টেস্ট দলেরও একমাত্র অলরাউন্ডার বেন স্টোকস। ৬১ টেস্টে ৩৬-এর উপর ব্যাটিং গড়, সঙ্গে ১৪২ উইকেট, ব্রিটিশ এই অলরাউন্ডার যে কোনো দলেরই সম্পদ।
-
বিজে ওয়াটলিং: ২০০৯ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের হয়ে টেস্টে অভিষেক ঘটে ওয়াটলিংয়ের। ৬৮টি টেস্ট ম্যাচ থেকে ৩,৬৪৪ রান করেছেন তিনি। নিউজিল্যান্ডের হয়ে প্রথম উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করেন ওয়াটলিং (২০৫)।
-
প্যাট কামিন্স: আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে কামিন্স শীর্ষে। আগের থেকেও তিনি পরিণত। ২০১৯ সালে ৯৯টি আন্তর্জাতিক উইকেট পেয়েছেন এই অজি বোলার। তিন ফরম্যাট মিলিয়ে বছরে সব চেয়ে বেশি উইকেটের মালিক এই অজি পেসারই।
-
মিচেল স্টার্ক: ভালো ছন্দে রয়েছেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি এই পেসার। নিউজিল্যান্ডকে টেস্ট সিরিজে যথেষ্ট বেগ দিয়েছেন এই বা- হাতি বোলার। ৫৭টি টেস্ট ম্যাচ থেকে স্টার্কের সংগ্রহ ২৪৪টি উইকেট।
-
নিল ওয়্যাগনার: ৪৭টি টেস্ট ম্যাচ থেকে ২০৪টি উইকেটের মালিক ওয়্যাগনার। অজিদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ওয়্যাগনার ২০০টি উইকেট নেন।
-
নাথান লায়ন: সম্প্রতি লায়নের স্পিন সামলাতে পারেনি নিউজিল্যান্ড। ৯৬টি টেস্ট ম্যাচ থেকে ৩৯০টি উইকেট নেয়া হয়ে গিয়েছে এই অফ স্পিনারের। নিজের সীমাবদ্ধতার কথা ভালোই জানেন তিনি। বেশি পরীক্ষা-নিরীক্ষার রাস্তায় হাঁটেন না।