আইসিসির বর্ষসেরা ওয়ান ডে দলে আছেন যারা
বুধবার বর্ষসেরা ওয়ান ডে দল ঘোষণা করল আইসিসি। দেখে নেয়া যাক আইসিসির সেই দলে কারা থাকলেন।
-
রোহিত শর্মা: সারা বছর দুর্দান্ত ফর্মে থাকার পুরস্কার পেলেন হিটম্যান। বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি করেছেন তিনি। আইসিসির দলের ওপেনার তিনিই। ২২২ ওয়ানডে-তে ৪৯ গড়ে আট হাজার ৯৫৪ রান রয়েছে রোহিতের।
-
শেই হোপ: ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে দ্বিতীয় ওপেনার হিসাবে বেছে নিয়েছে আইসিসি। ইনিংস গড়ার ক্ষেত্রে তিনি যে কতটা দক্ষ, সে প্রমাণ তিনি রেখেছেন বারবার। ৭৫টি ওয়ানডে-তে হোপের গড় প্রায় ৫১! আটটি সেঞ্চুরিও রয়েছে তার।
-
বিরাট কোহলি: দলের স্বার্থে তিনি যতই নিজের ব্যাটিং অর্ডার পরিবর্তন করার কথা বলুন, আইসিসি কিন্তু ভারত অধিনায়ককে রেখেছে তিন নম্বরেই। ২৪৩ ওয়ান ডে-তে ১১ হাজার ৬২৫ রান করা কোহলিকে দলের অধিনায়কও বেছে নিয়েছে আইসিসি।
-
বাবর আজম: দলের একমাত্র পাকিস্তানি এই মিডল অর্ডার ব্যাটসম্যানকে সে দেশে অনেকে কোহলির সঙ্গেও তুলনা করেন। ৭৪ ম্যাচে ৫৪-এর উপর গড় রেখে খেলা বাবর নিঃসন্দেহে এই মুহূর্তে পাকিস্তানের সেরা ব্যাটসম্যান।
-
কেন উইলিয়ামসন: কিউয়ি অধিনায়ককে দলের পাঁচ নম্বরে রেখেছে আইসিসি। টেস্ট হোক বা ওয়ান ডে, নিউজিল্যান্ডের সেরা ক্রিকেটার তিনিই। তবে দলের হয়ে চার নম্বরে নামেন উইলিয়ামসন।
-
বেন স্টোকস: ব্যাট হোক বা বল, ইংল্যান্ডের সেরা ভরসা হয়ে উঠেছেন তিনিই। বিশ্বকাপেও তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। ৯৫ ওয়ান ডে-তে প্রায় ৪১ ব্যাটিং গড় এবং বল হাতে প্রায় ৪২ গড় রয়েছে স্টোকসের।
-
জস বাটলার: দ্বিতীয় ব্রিটিশ ক্রিকেটার হিসাবে দলে রয়েছেন ডানহাতি বাটলার। লোয়ার অর্ডারে বিধ্বংসী ব্যাটিং করার ক্ষমতা রয়েছে তার। ১৪২ ম্যাচে প্রায় চার হাজার রান করেছেন তিনি।
-
কুলদীপ যাদব: এই চায়নাম্যান বোলার যে কোনো দলের সম্পদ। এখনও পর্যন্ত ৪৩ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। নিয়েছেন ৯৯টি উইকেট।
-
মহম্মদ শামি: ষে কোনো মুহূর্তে প্রতিপক্ষের উইকেট তুলে নিতে দক্ষ শামি। ৭৪টি ওয়ানডে থেকে ১৩৬টি উইকেট নেন তিনি।
-
ট্রেন্ট বোল্ট:— বিশ্বকাপের সেমিফাইনালে বোল্টের একটা স্পেল শেষ করে দিয়েছিল ভারতের বিশ্বজয়ের স্বপ্ন। ৮৯টি ওয়ানডে থেকে ১৬৪টি উইকেট তার ঝুলিতে।
-
মিচেল স্টার্ক: যে কোনো মুহূর্তে প্রতিপক্ষের ব্যাটিং অর্ডারে ধস নামাতে পারেন স্টার্ক। ৮৬টি ওয়ানডে থেকে ১৭৫টি উইকেট তার ঝুলিতে।