দেখুন শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ
বোলার ও ব্যাটসম্যানদের দাপটে ইন্দোরের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ খুব সহজেই জিতে নিয়েছে ভারত। পুণের তৃতীয় টি-টোয়েন্টিতে কি ঘুরে দাঁড়াতে পারবে শ্রীলঙ্কা? শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে কেমন হবে ভারতের প্রথম একাদশ তা দেখে নেয়া যাক।
-
শিখর ধাওয়ান: চোট সারিয়ে জাতীয় দলে ফিরেছেন শিখর ধাওয়ান। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ধাওয়ান সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি। লোকেশ রাহুল ফিরে যাওয়ার পরে বাঁ-হাতি ওপেনার দলের ইনিংস টানতেই পারতেন। কিন্তু মাত্র ৩২ রানে ফিরে যেতে হয় ধাওয়ানকে।
-
লোকেশ রাহুল: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যেখানে শেষ করেছিলেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে ঠিক সেখান থেকেই শুরু করেন লোকেশ রাহুল। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে মারমুখী ব্যাটিং করেছিলেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শুরু থেকেই ঝড়ের গতিতে রান তোলেন তিনি। ছন্দে থাকা লোকেশ রাহুল তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে শুরু থেকেই যে আগ্রাসী মেজাজে ব্যাটিং করবেন, এ কথা আগেই বলে দেয়া যায়।
-
বিরাট কোহলি: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মারমুখী ব্যাটিং করেছিলেন ভারত অধিনায়ক। ইন্দোরের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হঠাৎই গিয়ার বদলে ফেলেন কোহলি। তাকে ঝামেলায় ফেলতে পারেননি দ্বীপরাষ্ট্রের কোনো বোলারই। সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে কোহলির ব্যাটের দিকে তাকিয়ে থাকবেন দর্শকরা।
-
শ্রেয়াস আইয়ার: দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের দুই ওপেনার ফিরে যাওয়ার পরে শ্রেয়াস আইয়ার ভারত অধিনায়কের সঙ্গে ইনিংস গড়ার কাজ করেন। আসল সময়ে স্পিনার ডি’ সিলভাকে আক্রমণের রাস্তা নেন আইয়ার। ম্যাচ শেষ তিনি করে যেতে পারেননি। বাকি কাজটা সারেন কোহলি। তবে শ্রেয়াস যে কোনো মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন, তা প্রমাণিত।
-
শিবম দুবে: দিনকয়েক আগেই তিনি জানিয়ে দিয়েছেন হার্দিক পান্ডে তার প্রতিদ্বন্দ্বী নন। নিজের খেলায় উন্নতি ঘটাতে চান তিনি। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে কিছু করে দেখানোর সুযোগ পাননি দুবে। তৃতীয় টি-টোয়েন্টিতে তরুণ প্রতিভার দিকে নজর থাকবে সবার।
-
ঋষভ পান্থ: দিন কয়েক আগে তার অগ্রজ পার্থিব প্যাটেল পরামর্শ দিয়ে বলেছেন, নিজের খেলায় মন দিতে। বহির্জগতের কথা শোনার দরকার নেই। পান্থ এখন নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না। দলের প্রয়োজনের সময়ে জ্বলে উঠতে পারছেন না সেভাবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে খুব বেশি সুযোগ পাননি পান্থ। তৃতীয় টি-টোয়েন্টিতে পান্থ কী করেন, সেই দিকেই নজর থাকবে নির্বাচকদের।
-
ওয়াশিংটন সুন্দর: টি-টোয়েন্টিতে বোলিং ওপেন করেন তিনি। দ্বিতীয় টি টোয়েন্টিতে অবশ্য বোলিং ওপেন করেননি ওয়াশিংটন সুন্দর। শ্রীলঙ্কার ইনিংসে প্রথম আঘাত হানেন তিনিই। তারপর ভারতের বাকি বোলাররা ম্যাচের দখল নিয়ে নেন।
-
কুলদীপ যাদব: দ্বিতীয় টি-টোয়েন্টিতে বোলারদের দাপটে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা বড় রান তুলতে পারেননি স্কোর বোর্ডে। কুলদীপ দু’টি উইকেট নেন। কিন্তু অনেক রান দিয়ে ফেলেন। তৃতীয় টি-টোয়েন্টিতে কুলদীপের পরিবর্তে কি যুজবেন্দ্র চহালকে দেখা যাবে? সেই সম্ভাবনা খুবই কম। মনে করা হচ্ছে উইনিং কম্বিনেশন ভাঙবেন না কোহলি।
-
নবদীপ সাইনি: দীপক চহার ছিটকে যাওয়ায় দলে সুযোগ পান নবদীপ সাইনি। গতির ঝড় তুলে প্রতিপক্ষ ব্যাটসম্যানের পরীক্ষা নিয়েছেন ইন্দোরে। ইন্দোরে তিনি উইকেট নিয়েছেন। সেই সঙ্গে রানও আটকে রেখেছেন। পুণেয় বল হাতে আগুন জ্বালাতে দেখা যাবে সাইনিকে।
-
শার্দুল ঠাকুর: আইপিএল ও ঘরোয়া টুর্নামেন্ট শাণিত করেছে শার্দুল ঠাকুরের পারফরম্যান্স। এ কথা নিজেই বলেছেন তিনি। দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিনি তিনটি উইকেট নেন। সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচেও শার্দুল ঠাকুরের দিকে চোখ থাকবে সবার।
-
যশপ্রীত বুমরা: প্রত্যাবর্তনে বুমরা একটি উইকেট নেন। কখনো ¯েøায়ার, কখনো গতির হের ফের ঘটিয়ে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের বিভ্রান্ত্র করেছিলেন। কিন্তু ইনিসের শেষ ওভারটা মোটেও বুমরা-সুলভ হয়নি। অবশ্য বিশেষজ্ঞরা বলছেন, যত খেলবেন ততই খুলবে তার বোলিং। সিরিজের শেষ ম্যাচে বুমরা বল হাতে আগুন ধরান, এমনটাই চান ক্রিকেটভক্তরা।