দেখে নিন প্রথম ওয়ানডেতে ভারতের একাদশ
টি-টোয়েন্টি সিরিজ দাপটে জিতেছে বিরাট কোহালির ভারত। ওয়ানডে সিরিজ জিতে ওয়েস্ট ইন্ডিজ কি প্রতিশোধ নিতে পারবে? তিন ম্যাচের ওয়ানডে সিরিজের বল গড়াচ্ছে আজ থেকে। প্রথম ম্যাচ চেন্নাইয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের প্রথম এগারো কী হতে চলেছে, দেখে নেয়া যাক।
-
রোহিত শর্মা: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে শুরু থেকেই ঝড় তুলেছিলেন রোহিত শর্মা। ওয়াংখেড়েতে ৩৪ বলে ৭১ রানের বিধ্বংসী খেলেছিলেন ‘হিটম্যান’। ছন্দে থাকা রোহিত সব সময়েই বিপক্ষের কাছে ভয়ের কারণ। চেন্নাইয়ের প্রথম ওয়ানডে ম্যাচে রোহিত বড় পরীক্ষা নেবেন ক্যারিবিয়ান বোলারদের।
-
লোকেশ রাহুল: টি-টোয়েন্টি সিরিজে একটি ম্যাচে কেবল রান পাননি লোকেশ রাহুল। সিরিজের প্রথম ও তৃতীয় টি-টোয়েন্টিতে নিজের নামের প্রতি সুবিচার করেছেন এই ওপেনার। মুম্বাইয়ে অনুষ্ঠিত তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে রাহুল অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন। প্রথম ওয়ানডে ম্যাচে রাহুলকে শুরুতেই যে তুলে নিতে চাইবেন ওয়েস্ট ইন্ডিজের বোলাররা তা বলাই বাহুল্য।
-
বিরাট কোহলি (অধিনায়ক): টি-টোয়েন্টি সিরিজেই বিরাট কোহলি বুঝিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান বোলারদের কাছে তিনি দুঃস্বপ্ন। হায়দরাবাদের প্রথম টি-টোয়েন্টি এবং মুম্বাইয়ের সিরিজ নির্ণায়ক ম্যাচে ‘কিং কোহালি’কে থামাতে পারেননি ক্যারিবিয়ানরা। তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে কোহলি ও কেসরিক উইলিয়ামসের টক্কর ছিল দেখার মতো। ওয়ানডে সিরিজেও দু’ জনের লড়াই চলবে। কোহলিকে কীভাবে থামান উইলিয়ামসরা, তা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
-
শ্রেয়াস আইয়ার: দেশের প্রাক্তন হেড কোচ অনিল কুম্বলে জানিয়েছেন, শ্রেয়াস আইয়ারকে চার নম্বরে দেখতে চান তিনি। চেন্নাইয়ে তাকেই হয়তো চার নম্বরে নামাবেন কোহলি। চার নম্বরে নেমে শ্রেয়াস আইয়ার কি নির্ভরতা দিতে পারবেন? তার দক্ষতায় বিশ্বাস রাখছেন সবাই।
-
ঋষভ পান্থ: আরো একটা সিরিজে নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছেন দিল্লির উইকেটকিপার। টি-টোয়েন্টি সিরিজে দলের প্রয়োজনে রান করতে পারেননি পন্থ। তার দিকে ধেয়ে আসে সমালোচনা। ওয়ানডে সিরিজে কি জ্বলে উঠতে পারবেন পান্থ? সেটা দেখার অপেক্ষায় সবাই।
-
শিবম দুবে: হার্দিক পান্ডে নেই। ফলে সুযোগ পেয়েছেন মুম্বাইয়ের আক্রমণাত্মক অলরাউন্ডার শিবম দুবে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠেছিলেন শিবম দুবে। ওয়ানডে সিরিজে ব্যাটে-বলে তার কাছ থেকে দাপুটে পারফরম্যান্স চাইছে টিম ম্যানেজমেন্ট।
-
রবীন্দ্র জাদেজা: বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন। কিন্তু টেস্টে দারুণ ফর্মে ছিলেন তিনি। ব্যাট হাতেও ভরসা দেখান। জাডেজা দলে থাকলে কোহলির হাতে বিকল্প বাড়ে।
-
দীপক চহার: বাংলাদেশের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে সাত রানে ছয় উইকেট নিয়েছিলেন। করেছিলেন হ্যাটট্রিক। সেই পারফরম্যান্সের জন্যই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ডাক পান চহার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি চহার। ওয়ানডে সিরিজে চহার নিজের সেরাটা উজাড় করে দেবেন এটা বলাই বাহুল্য।
-
মোহম্মদ শামি: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক টি-টোয়েন্টি ম্যাচে খেলেছিলেন। কেন তাকে সবাই প্রশংসা করে, সেটা বুঝিয়ে দেন ওয়াংখেড়েতে অনুষ্ঠিত তৃতীয় টি-টোয়েন্টিতে। ওয়ানডেতে শামির আগুনে বোলিং কীভাবে সামলান ক্যারিবিয়ানরা, সেটাই দেখার।
-
কুলদীপ যাদব: বিশেষজ্ঞরা বলছেন, ‘কুল-চা’ জুটিকে ফেরানো হোক। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম থেকেই দেশের চায়নাম্যান বোলারকে ব্যবহার করা হতে পারে।
-
কেদার যাদব: তিনি চমক দেখাবেন বলে আশা করা হচ্ছে।