ফুচকা বিক্রি করা সেই ক্রিকেটার এবার বিশ্বকাপ দলে
কোনো সিনেমা নাটকের গল্প নয়। বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। যে ছেলেটি রাস্তার ফুটপাতে ফুসকা বিক্রি করতো সেই ছেলেটি এবার বিশ্বকাপ দলে ক্রিকেট খেলবে। জেনে নিন সেই ছেলেটি সম্পর্কে।
-
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা হয়েছে সোমবারই। ২০২০ সালে জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের জন্য ভারতীয় দলে ডাক পেলেন মুম্বাইয়ের যশস্বী জসওয়াল।
-
বিশ্বের কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির একদিনের ক্রিকেটে দ্বিশতরান করে সংবাদ শিরোনামে উঠে আসেন যশস্বী। ১৭ বছর ২৯২ দিন বয়সে বিজয় হাজারে ট্রফিতে ঝাড়খণ্ডের বিরুদ্ধে ১৫৪ বলে ২০৩ রান করে রেকর্ড গড়েন তিনি।
-
মুম্বাই নয়, যশস্বীর বাড়ি আসলে উত্তরপ্রদেশের ভদোহিতে। দরিদ্র পরিবারের সন্তান ক্রিকেটের টানে বাবার হাত ধরে ১১ বছর বয়সে চলে আসে মুম্বাইয়ে।
-
মুম্বাইয়ে পৌঁছে প্রথম তিন বছর আজাদ হিন্দ ময়দানের নানা ক্লাব তাঁবুতে রাত কাটত যশস্বীর।
-
ক্রিকেট খেলার স্বপ্নকে বাঁচিয়ে রাখতে খেলার ফাঁকে ফুচকা বিক্রি করতে বাধ্য হয় যশস্বী। এমনকী দিনের বেলায় যারা তার সঙ্গে খেলত তারাই রাতে যশস্বীর কাছে ফুচকা খেত। ফুচকা বিক্রেতা সেই ছেলেটি এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় দলের জার্সিতে মাঠে নামবে।