ভারতীয় দল বিশ্বকাপ ফাইনাল খেললে চাকরি যেতে পারে অনেকের
ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপ ফাইনাল খেললে চাকরি যেতে পারে অনেক ক্রিকেটপ্রেমীর! এমন একটি খবর প্রকাশিত হয়েছে। জেনে নিন কী কারণে চাকরি যেতে পারে তাদের।
-
আগামী বছর অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আর সেই বিশ্বকাপের ফাইনালে বিরাট কোহলির দল ফাইনাল ম্যাচ খেললে চাকরি হারাতে পারেন অনেকে!
-
অবাক শোনালেও এমনই এক তথ্য দিয়েছে বুকিং ডট কম নামে একটি সংস্থা। তারা জানিয়েছে ২০২০ অলিম্পিক ও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।
-
সংস্থাটি জানিয়েছে, বিশ্বকাপের জন্য অনেক ভারতীয় দম্পতি ওই সময় মধুচন্দ্রিমায় যাবে না বলে ঠিক করেছে। আগে থেকে বুকিং করা থাকলেও অনেকেই নাকি সফর বাতিল করেছে। জানা যাচ্ছে, ৪২ শতাংশ মানুষ বিশ্বকাপের সময় নিজেদের মধুচন্দ্রিমা বাতিল করেছেন।
-
অনেক ক্রিকেটপ্রেমী আবার নাকি বিশ্বকাপের জন্য চাকরি ছাড়তেও রাজি। ১৮ থেকে ২৯ বছর বয়সী প্রায় ২৩ হাজার ভারতীয় ক্রীড়া সমর্থকের উপর সমীক্ষা চালিয়েছিল সেই সংস্থা।
-
সংস্থাটি জানিয়েছে এই ২৩ হাজার সমর্থকের মধ্যে ৪১ শতাংশের চাকরি চলে যেতে পারে। কারণ তারা সেই সময় ভারতীয় দলকে সমর্থনের জন্য অস্ট্রেলিয়ায় যাবেন। আর এদের মধ্যে অনেকেরই ছুটি মঞ্জুর হয়নি।