কলকাতার ইডেন গার্ডেনসের ইতিহাস জেনে নিন

প্রকাশিত: ০৩:১৯ পিএম, ২৩ নভেম্বর ২০১৯ আপডেট: ০৩:২৭ পিএম, ২৩ নভেম্বর ২০১৯

জঙ্গলময় অঞ্চলের পাশ দিয়ে বইছে হুগলি নদী। জলপথে হানা দেয় দস্যুর দল। তবু প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করে ব্যাপারির নৌকো, ঔপনিবেশিকদের জাহাজ। সেরকম এক পরিবেশে গড়ে উঠল মনোরম উদ্যান। কৃতিত্ব, দুই ব্রিটিশ বোনের। অনেক বছর পরে তাদের নামেই হল নামকরণ, ইডেন উদ্যান। শতাব্দীপ্রাচীন সেই বাগানের কিছু অংশ এখন গোলাপি রঙে রাঙা। এই ইডেন গার্ডেনসে চলছে বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ। জেনে নিন ইডেন গার্ডেনসের ইতিহাস।