ইন্দোর টেস্টে বাংলাদেশের বিপক্ষে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ
টি-টোয়েন্টি সিরিজের উত্তেজনা শেষ হতেই না হতেই বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ দিনের ফরমেটে নেমে পড়ছে টিম ইন্ডিয়া। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে বিরাট বাহিনীর প্রস্তুতি তাই তুঙ্গে। বাংলাদেশের বিপক্ষে লড়তে দলে কি অতিরিক্ত পেসার নেওয়া হবে? দেখে নেয়া যাক কোহলিদের প্রথম একাদশে কারা থাকতে পারেন।
-
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রথমবার ওপেন করতে নেমেই বাজিমাত করেছেন রোহিত শর্মা। একটা ডাবল সেঞ্চুরি আর দুটো সেঞ্চুরি দিয়ে অনেক সমালোচকেরই মুখ বন্ধ করে দিয়েছিলেন হিটম্যান। ওপেনিং স্লটে এই মুহূর্তে তাই টিম ইন্ডিয়ার অন্যতম ভরসা তিনি। বাংলাদেশের বিরুদ্ধেও রোহিতের দুর্দান্ত ফর্ম দেখতে মুখিয়ে ফ্যানেরা।
-
ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে জুটি বাঁধা প্রায় নিশ্চিত মায়াঙ্ক আগরওয়ালের। রোহিতের মতোই স্বপ্নের ইনিংস খেলেছেন গত টেস্ট সিরিজে। ঘরের মাঠে প্রোটিয়াদের বিরুদ্ধে এসেছে তার প্রথম ডাবল সেঞ্চুরি। পরের টেস্টেও সেঞ্চুরি পেয়েছেন তিনি। ৭ টেস্ট খেলা ২৮ বছরের মায়াঙ্কের গড় ৫৫.৯০। রোহিতের মতোই তার থেকেও বড় ইনিংসের আশায় টিম ইন্ডিয়া।
-
প্রোটিয়াদের বিরুদ্ধে গত টেস্ট সিরিজে দলকে ভরসা দিয়েছেন চেতেশ্বর পূজারা। রোহিত শর্মা বা মায়াঙ্ক আহরওয়ালের মতো রানের বন্যা বইয়ে দিয়ে না পারলেও দু’টি হাফ সেঞ্চুরি করেছেন। তবে গত দুই টেস্ট সিরিজে তার ব্যাট থেকে কোনো সেঞ্চুরি আসেনি। বাংলাদেশের বিরুদ্ধে সেই পরিসংখ্যান নিশ্চয়ই বদলাতে চাইবেন পূজারা।
-
পুণেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ক্যারিয়ারের ব্যক্তিগত সর্বোচ্চ রান করেছেন বিরাট কোহলি। ২৫৪ রানের সেই অপরাজিত ইনিংসের স্মৃতি এখনো তাজা ক্রিকেট ফ্যানেদের মনে। বাংলাদেশের বিরুদ্ধে নিজের টেস্ট রেকর্ডে আরও রেকর্ড গড়ার সুযোগ বোধহয় হাতছাড়া করতে চাইবেন না ক্যাপ্টেন কোহলি।
-
মিডল অর্ডারে দেখা যেতে পারে অজিঙ্ক রাহানেকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়ে নিজের ক্যারিয়ারকে চাঙ্গা করেছেন তিনি। এরপর রাঁচীতে প্রোটিয়াদের বিপক্ষেও তার ব্যাট থেকে এসেছে সেঞ্চুরি। ইন্দোরে বাংলাদেশের বিরুদ্ধে সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে চাইবেন রাহানে।
-
২০১৮ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল টেস্টে অপরাজিত ৮৬ করার পর থেকেই যেন টেস্টে নয়া অবতারে দেখা যাচ্ছে রবীন্দ্র জাদেজাকে। রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত সেঞ্চুরি। প্রোটিয়াদের বিরুদ্ধে পুণেতে ৯১ রান। সঙ্গে ওই সিরিজের ৩ টেস্টে ১৩ উইকেট। ফলে ছয় নম্বরে দেখা যেতে পারে জাদেজাকে।
-
রবীন্দ্র জাদেজার সঙ্গী করে স্পিন বিভাগের নেতৃত্ব দিতে পারেন রবিচন্দ্রন আশ্বিন। টেস্টে ৩৫৭ উইকেট নেয়া অশ্বিন অক্টোবরে প্রোটিয়াদের বিরুদ্ধে নিজের ৫০ উইকেটের গণ্ডি পার করেছেন। পেসারদের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার ইনিংসে ভাঙন ধরাতে বড় ভূমিকা নিয়েছিলেন।
-
প্রোটিয়াদের বিরুদ্ধে গত টেস্ট সিরিজে নিজের যোগ্যতা আরও একবার প্রমাণ করেছেন ঋদ্ধিমান সাহা। উইকেটকিপার হিসাবে টেস্টে ঋষভ পান্থের ধারাবাহিক ব্যর্থতার পর ভরসা দিয়েছে ঋদ্ধির গ্লাভস। যদিও ইন্দোরে নিজের ব্যাটিং স্কিলও দেখাতে চাইবেন ঋদ্ধিমান।
-
মহম্মদ শামির সঙ্গী হিসাবে প্রোটিয়াদের বিরুদ্ধে যেন অন্য এক উমেশ যাদবকে দেখা গিয়েছে। দুই টেস্টে নিয়েছেন ১১ উইকেট। বাংলাদেশি ব্যাটসম্যানদের বেগ দিতে ইন্দোরের পিচে দেখা যেতে পারে উমেশকে।
-
ইন্দো রে তিন স্পিনারের ফর্মুলা বোধহয় মাথায় রাখতে চাইবেন না টিম ম্যানেজমেন্ট। সে ক্ষেত্রে পেস অ্যাটাকে দেখা যেতে পারে ইশান্ত শর্মাকে। প্রোটিয়াদের বিরুদ্ধে উল্লেখযোগ্য পারফরম্যান্স না থাকলেও বাংলাদেশিদের বেগ দিতে পারেন ইশান্ত।
-
পেস অ্যাটাকে মহম্মদ শামির থাকাটা প্রায় নিশ্চিত। বিশাখাপত্তনমের পর রাঁচীতেও শামির বিধ্বংসী রূপ দেখেছেন প্রোটিয়ারা। বাংলাদেশের বিরুদ্ধে ইনদওরের স্পোর্টিং পিচে ফের নিজের একই রূপ দেখাতে চাইবেন শামি।