দেখে নিন ভারতের আজকের সম্ভাব্য একাদশ
আজ সন্ধ্যায় বাংলাদেশের বিপক্ষে কোন ১১জনকে নামাতে পারে ভারত? দলে কি পরিবর্তন আনছে তা দেখে নেওয়া যাক ভারতের সম্ভাব্য একাদশে।
-
রোহিত শর্মা: প্রথম ম্যাচে বড় রান না করলেও রাজকোটে দেখা গিয়েছে সেই চেনা রোহিতকে। ৪৩ বলে তার ব্যাট থেকে এসেছে ৮৫ রানের ঝোড়ো ইনিংস। আজও তার ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে ভারত।
-
শিখর ধাওয়ান: নাগপুরে রোহিতের সঙ্গে দেখা যেতে পারে ধাওয়ানকে। ধাওয়ানের স্ট্রাইক রেট তাকে চিন্তায় রাখবে। লোকেশ রাহুল, মায়াঙ্ক আগরওয়ালদের পিছনে ফেলতে ভাল কিছু করতে হবে বা-ঁহাতি ওপেনারকে।
-
লোকেশ রাহুল: নিজের প্রতিভার সঙ্গে সুবিচার করতে পারছেন না রাহুল। বার বার সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছেন। সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে তাই জ্বলে ওঠার জন্য মুখিয়ে থাকবেন রাহুল। বিশ্বকাপের দলে জায়গা পাকা করতে অনেক রান করতেই হবে তাকে।
-
শ্রেয়াস আইয়ার: চার নম্বরের মতো গুরুত্বপূর্ণ পজিশনে শ্রেয়াস বেশ ভলো মানিয়ে নিয়েছেন। বড় রান না করলেও এই মুম্বাইকর তার প্রতিভার ঝলক দেখিয়েছেন। নাগপুরে তার ব্যাট থেকে বড় রানের ইনিংস আশা করছেন অনেকেই।
-
ঋষভ পান্থ: নাগপুরের নামার আগে বেশ চাপে ঋষভ। রাজকোটের তার উইকেট কিপিং নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছেন তিনি। ব্যাটেও তেমন একটা বড় রান নেই তার। নাগপুরে সেসব খামতি মিটিয়ে ফেলতে চাইবেন ঋষভ। আশার কথা, স্বয়ং রোহিত শর্মার আস্থা রয়েছে তার উপর। বিশ্বকাপে ভালো কিছু করতে ফর্মে থাকা ঋষভকে দরকার ভারতের।
-
শিবম দুবে: অভিষেক ম্যাচে নজর কাড়তে পারনেনি শিবম। নয়াদিল্লিতে ৪ বলে করেন মাত্র ১। রাজকোটে ব্যাটের সুযোগ পাননি। বল করেছিলেন মাত্র ২ ওভার। নাগপুরে তার কাছ থেকে বড় কিছু দেখা যেতেই পারে।
-
ক্রুণাল পান্ডে: নয়াদিল্লিতে তার ব্যাট থেকে এসেছে ৮ বলে ১৫। রাজকোটে ব্যাট করার সুযোগ না পেলেও ২ ওভার বল করে ১৭ রান দিয়েছিলেন। তবে অলরাউন্ডার হিসাবে নাগপুরে দলে দেখা যেতে পারে ক্রুণালকে।
-
ওয়াশিংটন সুন্দর: মূলত বোলার হলেও নয়াদিল্লিতে ৫ বলে ১৪ রানে অপরাজিত ছিলেন। তার মধ্যে ছিল দুটো বিশাল ছক্কা। বল হাতেও ৪ ওভারে দেন মোটে ২৫। রাজকোটে ৪ ওভারে মাত্র ২৫ রান দেন। এই ছন্দ ধরে রাখতে পারলে টিম ইন্ডিয়ার বিশ্বকাপের দলে টিকিট পাকা করতে পারেন ওয়াশিংটন সুন্দর।
-
দীপক চাহার: ২৭ বছর বয়সি পেসার উইকেটের দু’দিকেই সুইং করাতে পারেন। সেই সঙ্গে ব্যাট হাতেও বেশ বড়সড় ছয় হাঁকানোর ক্ষমতা রাখেন। রাজকোটে ৪ ওভারে মাত্র ২৫ রান খরচ করেছিলেন। নাগপুরে তার দলে থাকাটা প্রায় নিশ্চিত।
-
শার্দূল ঠাকুর: নয়াদিল্লিতে খেলেননি, রাজকোটেও দেখা যায়নি তাকে। খলিল আহমেদের থেকে তার লাইন-লেংথে নিয়ন্ত্রণ বেশি বলে মনে করছে অনেকে। ফলে নাগপুরের দেখা যেতে পারে এই ডান হাতি পেসারকে।
-
যুজবেন্দ্র চহাল: নয়াদিল্লিতে ৪ ওভারে ২৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন এই লেগস্পিনার। রাজকোটেও মোক্ষম সময়ে একই ওভারে মুশফিকুর রহিম ও সৌম্য সরকারের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ম্যাচে ফেরার রাস্তা বন্ধ করে দেন। নাগপুরের ম্যাচে টিম ইন্ডিয়ার বড় ভরসা চহাল।