ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচের জন্য কয়টা গোলাপি বলের অর্ডার হলো?
জেনে নিন ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচের জন্য কয়টা গোলাপি বলের অর্ডার হয়েছে।
-
২২ নভেম্বর ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ নিয়ে এখন ক্রিকেটপ্রেমীদের আগ্রহের অন্ত নেই। একে তো দিন-রাতের টেস্ট। তার উপর প্রথমবার গোলাপি বলে খেলবে ভারত ও বাংলাদেশ, দুই দল।
-
বাংলাদেশের কোনো ক্রিকেটার এখন পর্যন্ত গোলাপি বলে প্র্যাকটিসের সুযোগ পাননি। গোলাপি বলে ম্যাচ খেলা তো দূরের কথা! তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিসিআই-এর প্রস্তাব পেয়েই গোলাপি বলে টেস্ট খেলতে রাজি হয়েছে।
-
ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচের জন্য গোলাপি বল সরবরাহ করবে এসজি সংস্থা। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ইতিমধ্যে এসজি-র কাছে পর্যাপ্ত বল সরবরাহ করার অনুরোধ করেছেন। সেইমতো কাজ শুরু করেছে এসজি। টেস্ট শুরু হওয়ার আগে ক্রিকেটাররা যেন গোলাপি বলে প্র্যাকটিস করতে পারেন, সৌরভ সেদিকে নজর রেখেছেন।
-
জানা গিয়েছে, এসজি-র কাছে ৭২টি গোলাপি বলের অর্ডার দিয়েছে ভারতীয় বোর্ড। ঝুঁকি না নিয়ে বেশি সংখ্যক বল হাতে রাখতে চাইছে বোর্ড। সেই জন্য পাঁচ দিনে মোট ১৫টি সেশনের জন্য ৭২টি বল থাকবে।
-
এর আগে কোকাবুরা সংস্থার প্রস্তুত করা গোলাপি বলে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়েছে। এসজি-র প্রস্তুত করা গোলাপি বলে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে লাল বলের সরবরাহ করেছিল এসজি।