আজকের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
ক্যারিবিয়ান সফরের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে ভারত। তবে চিন্তার জায়গা সেই মিডল অর্ডার। ৯৬ রান তুলতেও হিমশিম খেতে হয়েছে কোহালিদের। ব্যর্থ হয়েছেন ধাওয়ান। সুযোগ কাজে লাগাতে ব্যর্থ পান্থ, মণীশরা। কেমন হতে পারে আজকের প্রথম একাদশ? সুযোগ পাবেন নতুন কোনও ব্যাটসম্যান? দেখে নেয়া যাক আজকের ম্যাচের সম্ভাব্য প্রথম একাদশ।
-
শিখর ধাওয়ান: চোট থেকে ফিরেপ্রথম ম্যাচে ব্যর্থ হয়েছেন। তবে তার মতো একজন খেলোয়াড় দ্বিতীয় সুযোগ পাবেন, একথা আন্দাজ করাই যায়। সে ক্ষেত্রে হয়তো আরও একটি ম্যাচ বাইরে বসতে হতে পারে লোকেশ রাহুলকে। তবে তাকে খুব তাড়াতাড়ি ফর্মে ফিরতে হবে, কারণ রাহুলের মতো একজন টি-টোয়েন্টি ব্যাটসম্যানকে খুব বেশি দিন বাইরে রাখতে চাইবে না ভারতের থিঙ্ক-ট্যাঙ্ক।
-
রোহিত শর্মা: কালকের ম্যাচে ভালো শুরু করেও ফিরতে হয়েছে তাকে। নারিনের বলে ফেরার আগে যদিও ‘হিট-ম্যান’-কে খুঁজে পাওয়া যায়নি। বিশ্বকাপের ফর্ম তার কাছ থেকে এখানেও দেখতে চাইবে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
-
বিরাট কোহলি: বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন তিনি। টি-টোয়েন্টিতে এখনো ভয়ঙ্কর হতে দেখা না গেলেও, তিনি দলে থাকা মানে ভরসা পাবে ভারতীয় ব্যাটিং। যার চওড়া ব্যাটের পিছনে মুখ লুকতে পারে ভারতের মিডল অর্ডারও। সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে তিন নম্বরে থাকবেন তিনিই।
-
ঋষভ পান্থ- আগামী দিনে যে তাকেই চার নম্বরে ভাবছে দল, এটা অনেকটাইস্পষ্ট। তবে সুযোগ এখনও সেই ভাবে কাজে লাগাতে পারছেন না তিনি। কাল প্রথম বলেই আউট হয়ে ফিরতে হয়েছে তাকে। তবে তার জন্য দলে জায়গা পাওয়া নিয়ে আপাতত কোনো চিন্তা থাকা উচিত নয়।
-
মনীশ পান্ডে: পুরনো রোগ এখনও রয়ে গিয়েছে মণীশের। ভাল শুরু করেও ফিরতে হয়েছে কাল। আজও তিনি সুযোগ পাবেন ধরে নেওয়া যায়। তবে তারা জায়গায় সুযোগ পেতে পারেন শ্রেয়াস আইয়ারও।
-
ক্রুণাল পাণ্ডে: ব্যাট-বল দুই বিভাগেই কাল তিনি সুযোগ কাজে লাগিয়েছেন। তবে অবশ্যই ম্যাচ শেষ করে আসা উচিত ছিল তার। মাত্র আট রান বাকি থাকতে ফিরলেন তিনি। রানের চাপ কম থাকায় বিপদ বাড়েনি।
-
রবীন্দ্র জাদেজা: তার মতো একজন ফিল্ডার, বোলার ও ব্যাটসম্যানের প্যাকেজকে বাদ দেওয়া খুব বুদ্ধিমানের কাজ হবে না। তিনি দলের একজন অন্যতম মূল্যবান সদস্য হয়ে উঠেছেন। অভিজ্ঞতার দাম বোঝাচ্ছেন ৩০ বছরের এই অলরাউন্ডার।
-
ওয়াশিংটন সুন্দর: ছয় মেরে ম্যাচ জিতিয়ে বুঝিয়ে দিয়েছেন দরকারে তার ব্যাটও কথা বলে। ক্যারিবিয়ান ব্যাটিং-এ প্রথম ভাঙনও তিনিই ধরিয়েছিলেন। আজও তার কাছ থেকে একটা অলরাউন্ড পারফরম্যান্স দেখতে চাইবে দল।
-
ভুবনেশ্বর কুমার: এই দলের অভিজ্ঞতম বোলার তিনিই। দলের বোলিং বিভাগের বড় দায়িত্ব তার। নতুন বোলারদের সঙ্গে নিয়ে শুরুটা ভালোই করেছেন। আজও সেই কাজ করতে পারেন কিনা সেটাই দেখার।
-
খলিল আহমেদ: ভারতের বাঁহাতি পেসারের অভাব কি মিটতে চলেছে? সম্ভাবনা প্রবল হচ্ছে খলিলকে দেখে। শনিবার দুই ওভার বল করার সুযোগ পেয়ে তুলে নিয়েছেন উইকেট। দিয়েছেন মাত্র আট রান। ভারতীয় পেস ব্যাটারিতে হয়তো নতুন সংযোজন হতে চলেছেন তিনি।
-
নবদীপ সাইনি: কালকের ম্যাচের সেরা। তিন উইকেট নিয়ে তিনিই গুঁড়িয়ে দিয়েছিলেন ক্যারিবিয়ান ব্যাটিং। আজকেও কি দিল্লির এই পেসার নজর কাড়তে পারবেন? তারই অপেক্ষায় ভারতীয় ক্রিকেট।