শেষ ম্যাচ নিয়ে গেইলের বিশেষ পরিকল্পনা
বিশ্বকাপের পরই অবসরে ক্যারিবিয়ান ক্রিকেট তারা ক্রিস গেইল-এমন কথা শোনা যাচ্ছে! তবে শেষ ম্যাচ নিয়ে রয়েছে তার বিশেষ পরিকল্পনা। কি কি পরিকল্পনা রয়ে তা জেনে নিন।
-
বিশ্বকাপ শেষের পরই অবসরে যাওয়ার পরিকল্পনা রয়েছে ক্রিস গেইলের।
-
যদিও গত মাসে তিনি বলেছিলেন, বিশ্বকাপ শেষ হলেই অবসর ঘোষণা করে দেবেন। তবে তিনি নিজের সিদ্ধান্ত বদলেছেন। বিশ্বকাপের পর আরও একটি সিরিজ খেলে অবসরে যেতে চান তিনি।
-
গেইল বলেছেন, ‘বিশ্বকাপের পর ভারতের বিরুদ্ধে টেস্ট খেলতে চাই। তারপর একদিনের সিরিজ। টি-টোয়েন্টি খেলতে চাই না। আপাতত এটাই আমার পরিকল্পনা।’
-
ওয়েস্ট ইন্ডিজ দলের মিডিয়া ম্যানেজার ফিলিপ স্পুনার জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে সিরিজ খেলার পর অবসর নেবেন গেইল। আগস্ট মাসে ভারতের বিরুদ্ধে সিরিজটাই গেইলের ক্যারিয়ারের শেষ সিরিজ। ইতিমধ্যে গেইলের ফেয়ারওয়েল নিয়ে পরিকল্পনা করছে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড।
-
৮ আগস্ট থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে নামবে ভারতীয় দল। ২২ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে টেস্ট সিরিজ।