বিশ্বকাপে ক্যাচ মিস করেছেন যারা
‘ক্যাচ মিস মানে ম্যাচ মিস’-ক্রিকেট খেলায় এমন একটি প্রচলিত কথা রয়েছে। ক্রিকেট ইতিহাসে এমন অনেক ঘটনাই ঘটেছে যেখানে ব্যাটসম্যান শূন্য রানে ক্যাচ ফেলার দরুণ জীবন পেয়ে ম্যাচ জিতিয়েছেন। চলতি বিশ্বকাপেও রয়েছে ক্যাচ মিস করে ফেলার একাধিক নজির। ক্যাচ মিসের তালিকায় এক নম্বরে রয়েছে সরফরাজের পাকিস্তান। আর বাকিদের কথা জেনে নেয়া যাক এবার।
-
পাকিস্তান: সরফরাজের ফিটনেস নিয়ে কিছু দিন আগেই তীব্র কটাক্ষ করেছিলেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। সরফরাজদের ফিটনেসের হতশ্রী চেহারা ফুটে উঠছে তাদের খেলাতেও। এখন অবধি ১৪টি ক্যাচ মিস করে ফেলার চলতি বিশ্বকাপে সবচেয়ে খারাপ ফিল্ডিং পারফরম্যান্সের নিদর্শন রেখেছেন তারা। ক্যাচ মিসের তালিকায় তাদের স্থান এক নম্বরে।
-
ইংল্যান্ড: চলতি বিশ্বকাপে একের পর এক ম্যাচ হেরে কিছুটা চাপে অইন মরগ্যানের দল। এর পিছনে রয়েছে মূলত ক্যাচ মিস করার প্রবণতা। এখন পর্যন্ত মোট ১২টি ক্যাচ মিস করেছে ইংল্যান্ড।
-
নিউজিল্যান্ড: চলতি বিশ্বকাপে কিউইদের পারফরম্যান্স বেশ ভালো। তবে ক্যাচ মিসের ক্ষেত্রে তারাও খুব একটা পিছিয়ে নেই। এখন পর্যন্ত মোট ৯টি ক্যাচের সুযোগ নষ্ট করে তালিকায় তিন নম্বরে রয়েছে ব্লাক ক্যাপসরা।
-
দক্ষিণ আফ্রিকা: বিশ্বকাপে চোকার্সদের এবারের বিশ্বকাপ অভিযান শেষ। পর পর ম্যাচ হারার পিছনে দায়ী সেই ক্যাচের সুযোগ নষ্ট করা। সর্বমোট ৮টি ক্যাচ হাতছাড়া করেছে রোডস-গিবসদের দেশ।
-
ওয়েস্ট ইন্ডিজ: এক সময়ে ফিল্ডিংয়ে দুর্দান্ত ছিল ক্লাইভ লয়েডের দেশ। তবে চলতি বিশ্বকাপে ক্যারিবিয়ানদের ফিল্ডিং মোটেও ভালো হয়নি। সব মিলিয়ে প্রায় ৬টি ক্যাচ হাতছাড়া করেছেন জেসন হোল্ডাররা।
-
অস্ট্রেলিয়া: টুর্নামেন্টের প্রথম দল হিসাবে শেষ চারে পৌঁছনো অজিদের গ্রাউন্ড ফিল্ডিংও কিন্তু আহামরি কিছু হয়নি। ৪টি মূল্যবান কাচের সুযোগ হাতছাড়া করেছে স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া।
-
বাংলাদেশ: এবারের বিশ্বকাপে নতুনভাবে ফিরে এসে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে শাকিব, মুশফিকুরের বাংলাদেশ। তবে টাইগাররাও এই বিশ্বকাপে ৪টি ক্যাচ মিস করেছেন।
-
শ্রীলঙ্কা: বিশ্বকাপের শুরু থেকেই ধুঁকতে থাকা শ্রীলঙ্কার বিশ্বকাপে টিকে থাকার সম্ভাবনা বেশ কম। এই দ্বীপরাষ্ট্রের ব্যর্থতার পিছনে অন্যতম কারণ হয়ে দাঁড়ায় ক্যাচ মিস করার। চলতি বিশ্বকাপে মোট তিনটি ক্যাচ মিস করেছেন তারা। এ ছাড়াও মিস ফিল্ডিংয়ে রানও দিয়েছে অনেক।
-
আফগানিস্তান: বিশ্বকাপে দ্বিতীয়বার সুযোগ পাওয়া আফগানিস্তান ব্যাট বলে চমক দিলেও মোট ২টি ক্যাচ তারা হাতছাড়া করেছেন। তবে অন্যান্য পুরো টিমের থেকে তাদের পরিসংখ্যান ভালো।
-
ভারত: এখন পর্যন্ত অপরাজিত বিরাট ব্রিগেড এখন অবধি একটিই ক্যাচ মিস করেছে। ফিটনেসের চরম ফর্মে থাকা ভারতীয় ব্রিগেড ক্যাচ ধরার তালিকায় শীর্ষে রয়েছে।