অবাক করা দামে ভারত-পাকিস্তান ম্যাচের একটা টিকিট হচ্ছে
চড়া দামে বিক্রি হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচের একটা টিকিট। কত টাকায় বিক্রি হচ্ছে তা জেনে নিন।
-
ভারত-পাকিস্তান ম্যাচ। তাও আবার বিশ্বকাপে। হাইভোল্টেজ ম্যাচ। এমন ম্যাচে টিকিটের দাম চড়া থাকারই কথা। তাই বলে এত দাম! ১৬ জুন ভারত-পাকিস্তান ম্যাচের একটা টিকিটের জন্য যেন হাহাকার লেগে গিয়েছে।
-
এমনিতেই বৃষ্টি বিঘ্নিত বিশ্বকাপ। একের পর এক ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হচ্ছে। ভারত-পাকিস্তান ম্যাচেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সে সবে কান দিচ্ছেন না সমর্থকরা। ভারত ও পাকিস্তান, দুই দেশের অসংখ্য মানুষ থাকেন ইংল্যান্ডে। তাই টিকিটের চাহিদা এমন তুঙ্গে।
-
টিকিট উইন্ডো খোলার কিছুক্ষণের মধ্যেই হাউসফুল। ওল্ড ট্রাফোর্ডের স্টেডিয়ামে একসঙ্গে ২০ হাজার দর্শক বসে খেলাত দেখতে পারবেন। অনেক সমর্থক আগে টিকিট কেটে রেখেছেন। এখন বিক্রি করছে চড়া দামে।
-
জানা গিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচের একটা টিকিট সর্বাধিক ৬০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। একটি ওয়েবসাইট ৪৮০টি টিকিট বিক্রি শুরু করেছিল। যার মধ্যে ছিল গোল্ড, প্লাটিনাম, সিলভার ও ব্রোঞ্জ ক্যাটাগরি।
-
ব্রোঞ্জ ও সিলভার ক্যাটাগরির সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। দাম ছিল ১৭ থেকে ২৭ হাজার টাকার মধ্যে। আপাতত ৫৮টি গোল্ড ও ৫১টি প্লাটিনাম টিকিট সংস্থার হাতে রয়েছে। যেগুলোর দাম ৪৭ থেকে ৬২ হাজার টাকার মধ্যে।