মুস্তাফিজকে প্রধানমন্ত্রীর ফুলেল শুভেচ্ছা
ক্রিকেটার মুস্তাফিজুর রহমনাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-
বাংলাদেশ ক্রিকেটের বিস্ময়বালক মুস্তাফিজুর রহমান আইপিএলের নবম আসরে সানরাইজার্স হায়দারাবাদ দলের শিরোপা জয়ের জয়ের মূল ভূমিকা রেখেছেন। গতকাল (৩০ মে) মুস্তাফিজ ভারত থেকে দেশে ফিরলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
সোমবার ( ৩০ মে) রাত সাড়ে ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন মস্তাফিজুর রহমান। দেশসেরা এ পেসারকে প্রধানমন্ত্রীর তরফ থেকে সংবর্ধনা জানাতে আসেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় আবেগাপ্লুত মুস্তাফিজ। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা পেয়ে মুস্তাফিজ অনুভূতি প্রকাশের ভাষা বুঝি হারিয়ে ফেলেছেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
লাল গোলাপের মুকুট পরিহিত হাস্যোজ্জ্বল মুস্তাফিজ। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
সবার সঙ্গে ফটোসেশনে মুস্তাফিজ। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
মুস্তাফিজকে বাংলাদেশের জাতীয় বীর আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুস্তাফিজের এক জীবনে এর চেয়ে আর বড় প্রাপ্তি কী হতে পারে! ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
শুভেচ্ছা জানাতে এসে উপমন্ত্রী জানান, মুস্তাফিজকে শিগগিরই রাষ্ট্রীয় পদক দেয়া হবে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।